পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস। १ ॐ) হে ঈশ্বর, তুমি আমার আশ্রয় ও রক্ষক ও দৃঢ় দুর্গ , তুমি আমার পিতা ও ত্রাতা ও নিস্তারকত্ত্বা ; তুমি আমার ঈশ্বর ও আমার রাজা ও আমার উপায় ও আমার উপকারক সহায় ; কেবল তোমাতেই ভরসা করিতেছি। ইহা বলিয়া হৃষ্টচিত্তে প্রাণ ত্যাগ করিল। যাহারা তা- ৷ হার ন্যায় প্রভুর আশ্রয়ে থাকিয় মৃত্যুণুসে পতিত হয়, তাহারাই ধন্য । ১১ । ত্রযুক্ত জেমস দরহাম । এই মান্য ব্যক্তি মরণকালে অাপন পারমার্থিক অৰস্থা বিষয়ে সন্দিগ্ধ হইয়া কোন এক বন্ধুকে কহিলেন, আমি যত উপদেশ দিয়াছি ও যত গ্রন্থ লিথিয়াছি, সেই সকল এখন আর মনে পড়ে না, কেবল ধৰ্ম্মপুস্তকের এক বচন স্মরণ হয় ; সে বচন এই, “ যে কেহ আমার নিকটে আসিবে, তাহাকে আমি কোন ক্রমে দূর করিব না।” প্রভূ যীশু গুন্টের এই প্রতিজ্ঞ অবলম্বন করি। আপনি অনুগ্রহ করিয়া আমাকে বলুন, এই প্রতিজ্ঞার উপরে নির্ভর করিলে পরিত্রাণ পাইতে পারি কি না? তাহার বন্ধু এই যথার্থ উত্তর দিলেন, সহসু পরিত্রাণের স^শয় থাকিলেও আপনি এই প্রতিজ্ঞাতে নির্ভর রাগিলে বঞ্চিত হইবেন না । ১২। প্রযুক্ত ডাক্তর সিমসন। এই নমুশীল ব্যক্তি অনেক বৎসরাবধি হকস্তন বিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন। তিনি আপ- •