পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 পবিত্র আত্মার ফল। নাকে অতি তুচ্ছ জ্ঞান করিলেও অন্য সকল লোকের কাছে অতি মান্য ও সূখ্যাত্যাপন্ন ছিলেন । ৰাদ্ধক্যকাল পর্য্যন্ত গুষ্টের সেবা করণানন্তর তিনি আনন্দিত মনে মৃত্যুর অপেক্ষা করিতে লাগিলেন। তৎকালে তিনি ত্ৰাণকৰ্ত্তার প্রতি প্রেম ও পরমেশ্বরের অনুগ্রহেতে বিশ্বাস সূচক অনেক কথা কহিতেন। এক দিন, গুীষ্টের নামে স°Nশয়ারোহণ করিল, এই যে বাক্য কোন ২ ধাস্মিক লোক ব্যবহার করিয়া থাকে, তাহা উল্লেথ হইলে তিনি তদ্বিষয়ে আপনার আসন্তোষ প্রকাশ করিয়া বলিলেন, আমি যখন গ্রীটের অসীম মাহাত্ম্য ও মৰ্ব্বসাধক শক্তি বিবেচনা করি, তখন তাহার নামে মণNশয়ারোহণ করিব, এমত কথা বলিতে লজ্জিত হই । অামার দশ সহসু মন থাকিলে আমি সমপূর্ণ বিশ্বাসপূৰ্ব্বক সে সমস্ত গচ্ছিত দ্রব্যের ন্যায় তাহার হস্তে সমপণ করিতাম। প্রাণ বিয়োগের কিয় ২ কাল পূৰ্ব্বে তিনি পোল প্রেরিতের বাক্যানুসারে শেষ শতু অর্থাৎ মৃত্যুকে সম্বোধন করিয়া বলিলেন, হে মৃত্যু, তোমার হুল কোথায় ? তুমি কে ? আমি তোমাকে ভয় করি মা ; ক্রুশে পাতিত রক্তদ্বারা তুমি পরাজিত হইয়াছ । ১৩। খ্ৰীযুক্ত সেলড়ন সাহেবের বিষয়। নুনাধিক দুষ্ট শত বৎসর হইল ইসলণ্ডদেশে অপূৰ্ব্ব পাণ্ডিত্যবিশিষ্ট সেল্ডন নামক অতি বিদ্বান এক জন সাহেব বাস করিতেন । মরণ কালের কিঞ্চিৎ পূৰ্ব্বে তিনি বলিলেন, জানিবার যোগ্য যত বিষয় আছে, তাহ