পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఇ পবিত্র জাত্মার ফল । কিয়ৎকাল পরে গুষ্টিয়ান হেনরি নামক এক উপদেশক আমার গৃহে আসিয়া আমার পাশ্বে বলিয়া ধৰ্ম্মের কথা কহিতে লাগিলেন। র্তাহার উপদেশের সার বাক্য এই ষে স্বর্গ ও ভূমণ্ডলের প্রভুর নামে আমি তোমার নিকটে আসিয়াছি । তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, কেননা তিনি তোমাকে নিস্তার করিয়া মঙ্গলযুক্ত করিতে, এব^ যে দুরবস্থায় তুমি এখন পর্য্যন্ত মগ্ন আছ, তাহাহইতে তোমাকে রক্ষা করিতে ইচ্ছা করেন। এই জন্যে তিনি অবতীর্ণ হইয়ণ মনুষ্যদের মিমিত্তে প্রায়শ্চিত্তরূপে অণপন প্রাণ দিয়া নিজ রক্ত ব্যয় করিয়াছেন । যাহারা এই যীশুর নামে বিশ্বাস করিয়া পাপহইতে পরিত্রাণ পাইতে চেষ্টা করে, তিনি তাহাদিগকে গ্রাহ্য করেন, ও তাহাদিগকে ঈশ্বরের সন্তান হইতে অধিকার দেন । পবিত্র আত্মা তাহাদের অন্তঃকরণে বাস করেন, এব^ গ্রীষ্টের রুধিরদ্বারা তাহারা পাপের দাসত্ব ও পরাক্রমহইতে भूङ इग्न ! श्राद्ध তুমি যদ্যপি পাপিদের মধ্যে প্রধান পাপিরূপে গণনীয় হও, তথাপি তাহার নাম লইয়। পিতার নিকটে প্রার্থনা করিলে এৰণ পাপের প্রায়শ্চিত্তকারি সেই যীশুতে বিশ্বাস করিলে তিনি তোমার প্রার্থন। শুনিয়া গ্রাহ্য করিবেন, এব° তোমাকে পরিত্রাণের অধিকারী করিয়া জীবনমুকুট প্রদান করিবেন, তাছাতে তুমি মরগান্তে র্তাহার সহিত অনন্ত কাল স্বগে বাস করিবণ । এই উপদেশ বাক্য সমাপ্ত হইলে পর তিনি পথশ্ৰান্ত প্রযুক্ত আমার কুঁড়িয়ার মধ্যে কোন জ্ঞার