পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টের প্রতি প্রেম। ○め উপরে শয়ন করিয়া নিদ্রা গেলেন । তাহা দেখিয়া অামি ভাবিলাম, ইনি কি প্রকার লোক ? এথানে সুখে নিদ্রাতে ময় হইলেন । আমি ইহাকে বধ করিয়া’ বনে ফেলিয়া দিলে কে র্তাহার অনুসন্ধান করিবে ? কিন্তু এই স্থানে ইনি নিশ্চিন্ত হইয়া পড়িয়া আছেন। ইনি দুষ্ট লোক নন, এই জন্যে অনিষ্টহইতে ভয় করেন না। অসভ্য যে আমরা অামাদের বিষয়েও সন্দিগ্ধ না হইয়া অামাদের হস্তুে আপনার প্রাণ সমপর্ণ পূৰ্ব্বক সুখে নিদ্র যান। অমার মনে এই প্রকার চিন্তার উদয় হওয়াতে র্তাহার উপদেশ আমার মনে নিরন্তর লগ্ন থাকিল, এব^ স্বপ্নের সময়েও আমাদিগের নিমিত্ত্বে পাতিত যীশু গ্রীষ্টের রক্ত জ্ঞানগোচর হইত। অনন্তর আমি মনে ২ কহিতে লাগিলাম, এ বড় আশ্চর্য্য কথা; এমন উপদেশ আমি কথন শুনি নাই। তদবধি আমি ঐ গুষ্টিয়ান হেনরির সহিত স্বজাতীয় লোকদের নিকটে গিয় তাহার উপদেশের অর্থ তাহাদিগকে বুঝাইয়া দিতে লাগিলাম ; তাছাতে ঈশ্বরের অনুগ্রহে আমরা চেতনা পাইলাম। অতএব হে ভুক্তৃিগণ, আমি তোমাদিগকে কহিতেছি, যদি দেবপূজকদের মধ্যে তোমাদের কথার ফল ও তাহাদিগের পারমার্থিক মঙ্গল দেথিতে তোমাদের বাঞ্চু হয়, তবে খ্ৰীষ্ট ও র্তাহার রক্ত ও দুঃখভোগ ও মরণ এই সকলের প্রসঙ্গ তাহাদের কাছে প্রচার করিতে হইবে । ৪। যুদী আটল । ... ...এক জন খ্ৰীষ্টিয়ান উপদেশক কিয়ৎকাল হাপসিকাত্ত