পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও নিৰ্ভয়ত । * > সমস্ত বিবরণ র্তাহাকে বলিলেন ; তাহাতে ঐ তুরুক দিব্য করিয়া বলিলেন, আমি কখন তোমার নামে নালিশ করিৰ না; কিন্তু বিনয় করি, তোমার ধৰ্ম্মপুস্তকের কোন ২ কথা পাঠ কর, আমি শুনিতে চাই। তাহাতে সে যুবক সাহস করিয়া পাঠ করিলে তুকুক মনোযোগ পূৰ্ব্বক শুনিলেন। আর যত শুনিলেন, ততই শুনিবার ইচ্ছা । বাড়িল । অতএব তদবধি তিনি আপন গৃহের গৰাক্ষ দিয়া যখন জ্যেষ্ঠ ভুাতাকে বাহিরে যাইতে দেখিতেন, उथन उाश्रमाळू मूभप्रग्न क्लोनिशी थे शूली शख्ज़ि निकटप्ले যাক্টতেন, এন৭ তাহাকে কিঞ্চিৎ পারিতোষিক দিয়া তাহার প্রমুথাং ধৰ্ম্মপুস্তকের পাঠ শ্রবণ করিতেন। এই রূপে কএক মাস গত হইলে সে তুরুক অাপন পৈতৃক মহমুদি ধৰ্ম্ম ত্যাগ করিতে ও খ্ৰীষ্ট ধৰ্ম্ম গ্রহণ করিতে মনস্থ করিলেন । ইহা অতিশয় ভয়ের কৰ্ম্ম ; কারণ যে কোন তুরুক লোক মহমুদি ধৰ্ম্ম ত্যাগ করে, তাহার শিরচ্ছেদন করা যায়, এই রীতি ঐ দেশে অদ্যপি প্রচলিত আছে; এৰণ যে কোন খুষ্টিয়ান প্রজা সেই অভিপ্রায়ে কোন তুরুকের সাহায্য করে, সেও ভারি দণ্ড পায়। তথাপি অল্প বৎসরাবধি তুৰুক লোকেরা খ্ৰীষ্টিয়ান প্রজাদিগের প্রতি পূৰ্ব্ববৎ নিষ্ঠুর আচরণ আর করে না। পরে ঐ তুরুক সমুদয় বিষয় বিক্রয় করিয়া এক জন গ্ৰীক মতাবলম্বি পুরোহিতের নিকটে গিয়া আপন মনের ভাব প্রকাশ করিলেন ; কিন্তু সেই পুরোহিত র্তাহার কথা শ্রবণ করিবামাত্র তাহাকে দূরে যাইতে বিনতি করিলেন ; কারণ তুরুকের খ্ৰীষ্ট- ”