পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b to পবিত্র আহ্বার সকল । ধৰ্ম্ম অবলম্বন করা নিতান্ত অসম্ভব জ্ঞান করাতে র্তাহার সন্দেহ ও ভয় জন্মিল। বিশেষতঃ কোন ২ তুরুক লোক খ্ৰীষ্টিয়ান প্রজাদিগকে দণ্ডনীয় করণের আশয়ে ছল করিয়া তাহদের নিকটে ফুষ্টিয়ান হইবার বাঞ্ছা প্রকাশ করিয়াছে, ঈহ! তিনি জ্ঞাত ছিলেন। ঐ তুরুক তাহার কঠিন উপ্তরে চঞ্চল না হকীয়া নগরের অন্য এক পুরোহিতের সমীপে গেলেন ; তিনিও তাহাকে দূর করিলেন । তখন তার কোন লোক তাহাকে ক্ষুন্নমনা দেখিয়া অাথস গিরিতে যা ত স্নার পরামর্শ দিল । এই স্থলে গ্রীক মণ্ডলীর বিষয়ে দুই এক কথা লেখা আবশ্যক । উক্ত মণ্ডলীর লোকের অধিকাংশ ধৰ্ম্ম বিষয়ে অতি অজ্ঞান, এই জন্যে মরিয়ম প্রভৃতি সাধু লোকদের ছবিবু পূজা ধৰ্ম্মের সার জ্ঞান করে ; আর তাহাদের মধ্যে কোন ২ লোক স^সার ত্যাগ করিয়া উদাসীন হয়, কিম্বা সংসার ত্যাগি অন্যান্য লোকের সহিত মঠে আশ্রয় লয়। উক্ত মাথস পদত অতি দুর্গমা, এই জন্যে উদাসীনের তাহাকে আপনাদের উপযুক্ত বসতি স্থান জ্ঞান করে ; অতএব সেক্ট পৰ্ব্বতে অনেক ২ আখড়াতে ও তন্নিকটবন্তি বনে শত ২ সপসারত্যাগি লোক থাকে, আর গ্রীক মতাবলম্বির তাহাকে এক প্রকার পুণ্যস্থান বা তীর্থস্থান জ্ঞান করে। অনন্তর ঐ যুব তুরুক পূৰ্ব্বোক্ত পরামর্শানুসারে নেই আথস পৰ্ব্বতে গমন করিলেন, কিন্তু স্মিন নগরস্থ গ্রীক লোকদের ন্যায় তথাকার লোকেরাও তাহাকে ৰিশ্বাস করিল না, বরণ স্মিন নগরস্থ স্বজাতীয়দের কোন