বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জ্ঞানি ব্যক্তিরা বিশেষ রূপে না জানিয়া কোন

বিষয় নির্ণয় করেন না।


 জগদীশ্বর এমত কতিপয় বিশেষ নিয়ম স্থাপন করিয়াছেন যে তাহা অবগত হইয়া পালন করিলে মনুষ্যরা তত্ত্বজ্ঞান ও পারমার্থিক সুখ এবং দৈব শক্তি প্রাপ্ত হয়। এমতে আদিকালে ও প্রেরিতদিগের সময়ে যে২ ব্যক্তি ঐ সকল নিয়ম জ্ঞাত হইয়া সেই মত কার্য্য করিয়াছিল তাহারা উক্ত জ্ঞান ও সুখ এবং শক্তি পাইয়াছিল। তাহার উদাহরণঃ। বলি দানের নিয়ম পরমেশ্বর কর্ত্তৃক স্থাপিত হইয়াছে এবং তাহা করিলে লোক পরম সুখ ভোগি হয়, এই কথা অবগত হইয়া আদম পুত্র এবেল তদনুরূপ করিবাতে তিনি পরমেশ্বরের প্রতক্ষ পাইয়া ধন্য হইয়াছিলেন।

 অপর দৃষ্টান্তঃ। জল প্লাবনের পুর্ব লোকেরা ভ‍্রন্ঠা চারি হইবাতে তাহাদিগের নিধন কাল উপস্থিত হইলে ঈশ্বর ধর্মপরায়ণ ব্যক্তিদিগের রক্ষা জন্য যে উপায় প্রকাশ করিলেন তাহা যে২ ব্যক্তি জানিয়া তদনুযায়িক কর্ম্ম করিয়াছিল তাহারা সকলেই ঐ