বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
( ২ )

অঙ্গীকৃত কৃপা পাইয়াছিল। জেরিকো নগর অধিকার বিষয়ে ঈশ্বর যে কএক নিয়ম স্থির করেন তাহা যথার্থ পালন করিয়া জোশিউয়া অবিলম্বে ঈশ্বরানুজ্ঞানুসারে ঐ নগরের স্বামী হইয়াছিলেন। আসিরীয়াদের সৈন্যাধ্যক্ষ নামান্ নামক ব্যক্তি কুণ্ঠরোগে ব্যথিত হইয়া ইলাইসা ভবিষ্যদ্বক্তাকে ঐ রোগ হইতে মুক্ত পাইবার নিমিত্তে নিবেদন করিলে ঐ ধার্ম্মিক ব্যক্তি স্বীয় শরিরে পরমাত্মার আবির্ভাব প্রসাদে কহিলেন, যর্দন্ নদীতে সপ্তবার স্নান করিলে তোমার এ রোগ শান্তি হইবে॥ প্রথমতঃ নামান্ ইহা শ্রবণে ঐউপায় সহজ প্রযুক্ত অসন্তুষ্ট হইয়া তাহা করিতে অসন্মত হইল কিন্তু পরে কিঞ্চৎ গাভীয্য পূর্ব্বক বিবেচনা করিয়া আপনাকে নম্র করত ঐ ভবিষ্যদ্বক্তার আদেশানুসারে কায্য করিবা মাত্র সে ঐ কুণ্ঠরোগ হইতে মুক্ত হইয়া পুনর্ব্বার সুস্থশরীর প্রাপ্ত হইল। ঈশ্বরের নিয়মাধিন হইয়া লোক উল্লেখিত আশীর্বাদ সকল যে রূপ প্রাপ্ত হইয়াছিল, মুসার কালেও সেই রূপ পাপের ক্ষমা পাইয়াছিল, যথা; পাপ বিমোচন প্রার্থিত ব্যক্তিমণ্ডলীর সন্মুখে একটা পশু আনয়ন পূর্ব্বক বিশেষ বিধি অনুসারে তাহা উৎসর্গ করিলেই সে তৎক্ষণাৎ অঙ্গীকৃত