Ye e তখন “থ্যাবড়া” অবসরক্রমে, আড় হয়ে, টোপ উদরন্থ কোরে যেমন চলে যাবে, অমনি পড়লো টান ! বিস্মিত থ্যাবড়া, মুখ ঝেড়ে, চাইলে সেটাকে ফেলে দিতে—উলটো উৎপত্তি! বড়সি গেল বিধে, আর উপরে ছেলে, বুড়ো, জোয়ান, দে টান-কাছি ধরে দে টান। ঐ হাঙ্গরের মাথাটা জল ছাড়িয়ে উঠলো— টান ভাই টান। ঐ যে-প্রায় আধখানা হাঙ্গর জলের উপর ! বাপ, কি মুখ ! ও যে সবটাই মুখ, আর গলা হে! টান—ঐ সবটা জল ছাড়িয়েছে। ঐ যে বড়সিটা বিধেছে—ঠোঁট এ ফোড় ও ফোড়–টান । থাম থাম্—ও আরব পুলিস মাঝি! ওর ল্যাজের দিকে একটা দড়ি বেধে দাও ত—নইলে যে এত বড় জানোয়ার ; টেনে তোলা দায় । সাবধান হয়ে ভাই, ও ল্যাজের ঝাপটায় ঠ্যাং ভেঙ্গে যায়। আবার টান–কি ভারি হে ? ও মা, ও কি ? তাইত হে, হাঙ্গরের পেটের নীচে দিয়ে, ও ঝুলছে কি ? ও যেনাড়ি ভুড়ি ! নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরুল ধে! বাক, ওটা কেটে দাও, জলে গড়গ,
পাতা:পরিব্রাজক.djvu/১০৯
অবয়ব