পাতা:পরিব্রাজক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לל צ একটা নাম তুরাণি । ইরাণ তুরাণ– সেই তুরাণ । রঙ্গ কালো কিন্তু সোজা চুল, সোজা নাক,সোজা রাবিড়ি জাতি। কালো চোখ—প্রাচীন মিসর, প্রাচীন বাবিলো নিয়ায় বাস করত এবং অধুনা ভারতময়, বিশেষ, দক্ষিণদেশে বাস করে ; ইউরোপেও এক আধ জায়গায় চিহ্ন পাওয়া যায় ; এ এক জাতি । ইহাদের পারিভাষিক নাম দ্রাবিড়ি । সাদা রঙ্গ, সোজা চোখ কিন্তু কান নাক—রাম মেটিক জাতি। ছাগলের মুখের মত বাকী আর ডগা মোটা, কপাল श्रांतिम्नांम य] জাৰ্য্য । বর্তমান সকল छाष्ठिरै भिर्थ । গড়ান, ঠোট পুরু-যেমন উত্তর আরাবের লোক, বর্তমান য়াহুদী, প্রাচীন বাবিল, আসিরী, ফিনিস্ প্রভৃতি ; ইহাদের ভাষাও একপ্রকারের ; ইহাদের নাম সেমিটিক । . আর যারা সংস্কৃতের সদৃশ ভাষা কয়, সোজা নাক মুখ চোখ, রঙ্গ সাদা, চুল কালো বা কটা, চোখ কালো বা নীল, এদের নাম আরিয়ান । বৰ্ত্তমান সমস্ত জাতিই এই সকল জাতির সংমিশ্রণে উৎপন্ন। ইহাদের মধ্যে যে জাতির ভাগ অধিক যে দেশে, সে দেশের ভাষা ও আকৃতি অধিকাংশই সেই জাতির ন্যায় ।