পাতা:পরিব্রাজক.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏱᎼ উষ্ণদেশ হলেই যে,রঙ্গ কালো হয় এবং শীতল দেশ হলেই যে বর্ণ সাদা হয়, একথা এখনকার : অনেকেই মানেন না। কালো এবং সাদার মধ্যে যে বর্ণগুলি, সেগুলি অনেকের মতে, জাতি মিশ্রণে উৎপন্ন হয়েছে । মিসর ও প্রাচীন বাবিলের সভ্যতা পণ্ডিতদের মতে সৰ্ব্বাপেক্ষা প্রাচীন । এ সকল দেশে, খ্ৰীঃ পূঃ ৬০০০ বৎসর বা ততোধিক সময়ের বাড়ি ঘর দৈার পাওয়া যায় । ভারতবর্ষে জোর চন্দ্রগুপ্তের সময়ের যদি কিছু পাওয়া গিয়ে থাকে, খ্ৰীঃ পূঃ ৩০ বৎসর মাত্র। তার পূর্বের বাড়ি ঘর এখনও পাওয়া যায় নাই। তবে তার বহু পুর্বের পুস্তকাদি আছে, যা অন্য কোনও দেশে পাওয়া যায় না। পণ্ডিত বাল গঙ্গাধর তিলক প্রমাণ করেছেন যে, হিন্দুদের “বেদ” অন্ততঃ ! খ্ৰীঃ পুঃ পাঁচ হাজার (৫••• ) বৎসর আগে বৰ্ত্ত মান আকারে ছিল । এই ভূমধ্যসাগর প্রান্ত, যে ইউরোপ সত্যতা ब्लड्न ও সান । বর্তমান ইউ এখন বিশ্বজয়ী, তাহার জন্মভূমি। এই তটভূমিতে রোপীয় সভ্যতা মিলরি, বাবিলি, ফিনিক, য়াহুদী প্রভৃতি অৰ্য্য