পাতা:পরিব্রাজক.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 পাহাড় নদনদী,গিরিনিক্টর, উপত্যক, অধিত্যক, চিরনীহারমণ্ডিত মেঘমেখলিত পৰ্ব্বতশিখর,উত্তঙ্গতরঙ্গভঙ্গকল্লোলশালী কত বারিনিধি, দেখলুম শুনলুম ডিজুলুম পার হলুম। কিন্তু কেরাঞ্চি ও ট্রাম ঘড়ঘড়ায়িত, ধূলিধূসরিত কলকাতার বড় রাস্তার ধারে – কিবা পানের পিকবিচিত্রিত দেয়ালে, টিকটিকি-ইট্র-ছুচো-মুখরিত একতলা ঘরের মধ্যে দিনের বেলায় প্রদীপ জেলে -আব কাঠের তক্তায় ব’সে,থেলো হুকো টানতে টানতে, – কবি শ্যামাচরণ, হিমাচল, সমুদ্র, প্রান্তর, মরুভূমি প্রভূতির যে হুবহু ছবিগুলি চিত্রিত কোরে, বাঙ্গালীর মুখ উজ্জ্বল করেছেন, – সে দিকে লক্ষ্য করাই আমাদের দুরাশা। শ্যামাচরণ ছেলে বেলায় পশ্চিমে বেড়াতে গিয়েছিলেন, যেথায় আকণ্ঠ আহার কোরে একঘটি জল খেলেই বস্—সব হজম, আবার ক্ষিধে,— সেখানে শ্যামাচরণের প্রাতিভদৃষ্টি এই সকল প্রাকৃতিক বিরাট ও সুন্দর ভাৰ উপলব্ধি করেছে। তবে একটু গোল যে, ঐ পশ্চিম – বৰ্দ্ধমান পৰ্য্যন্ত নাকি শুনতে পাই। • তবে একান্তই তোমাদের উপরোধ, আর