পাতা:পরিব্রাজক.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাল ভের পাণ্ডিত্য ও পুৰ্ব্বাবস্থা। ১৩8 টিকিট কিনে রাখলে তবে স্থান হয়, তার টাকার বড় অভাব নাই, তবে, সারা বার নগড বেজায় খরচে । তার ভারত ভ্রমণ কাযেই এখন রইল । মাদ্বমোয়াজেল কালভে এ শীতে গাইবেন ন, বিশ্রাম করবেন,—ইজিপ্ত প্রভৃতি নাতিশীত দেশে চলেছেন । আমি যাচ্ছি—এর অতিথি হয়ে । কালভে যে শুধু সঙ্গীতের চর্চা করেন তা নয় ; বিদ্যা যথেষ্ট দর্শনশাস্ত্র ও ধৰ্ম্মশাস্ত্রের বিশেষ সমাদর করেন । অতি দরিদ্র তীবস্থায় জন্ম হয় ; ক্রমে নিজের প্রতিভাবলে,• বহু পরিশ্রমে, বহু কষ্ট সয়ে, এখন প্রভূত ধন –রাজা, বাদসার সম্মানের ঈশ্বরী । মাদাম মেল বা, মাদাম, এম এমস, প্রভৃতি বিখ্যাত গায়িকা সকল আছেন ; জী, দরেজ কি, প্লাস,প্রভৃতি অতি বিখ্যাত গায়ক সকল আছেন— এরা সকলেই দুই তিন লক্ষ টাকা বাৎসরিক রোজগার করেন !—কিন্তু কালভের বিদ্যার সঙ্গে সঙ্গে এক অভিনব প্রতিভা । অসাধারণ রূপ, যৌবন, প্রতিভ, আর দৈব কণ্ঠ-এ সব একত্র সংযোগে কাল ভেকে গায়িকামণ্ডলীর শীর্ষস্থানীয়