পাতা:পরিব্রাজক.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YWO? করেছে। কিন্তু দুঃখ, দারিদ্র অপেক্ষা শিক্ষক আর নেই! সে শৈশবের অতি কঠিন দারিদ্র, ঃখ,কষ্ট-যার সঙ্গে দিন রাত যুদ্ধ কোরে কালভের এই বিজয় লাভ, সে সংগ্রাম তার জীবনে এক অপূৰ্ব্ব সহানুভূতি, এক গভীর ভাব এনে দিয়েছে। আবার এদেশে উদ্যোগ যেমন, উপায়ও তেমন । আমাদের দেশে উদ্যোগ থাকলেও, উপায়ের একান্ত অভাব। বাঙ্গালীর মেয়ের বিদ্যা শেখবার সমাধিক ইচ্ছা থাকলেও, উপায়াভাবে বিফল ;-বাঙ্গলা ভাষায় আছে কি শেখবার ?৯ বড় জোর পচা নভেল নাটক ! আবার বিদেশী ভাষায় বা সংস্কৃত ভাষায় আবদ্ধ বিদ্যা, দুচার জনের জন্য মাত্র। এ সব দেশে নিজের ভাষায় অসংখ্য পুস্তক ; তার উপর যখন যে ভাষায় একটা নূতন কিছু বেরুচ্ছে, তৎক্ষণাৎ তার অনুবাদ কোরে সাধারণের সমক্ষে উপস্থিত করছে। মস্যিয় জল বোওয়া প্রসিদ্ধ লেখক ; ধৰ্ম্ম সকলের, কুসংস্কার সকলের ঐতিহাহিক তত্ত্ব আবিষ্কারে বিশেষ নিপুণ । মধ্যযুগে ইউরোপে যে সকল সয়তানপূজা, জাতু, মারণ, উচাটন, ছিটে জুলবোওয়া। 1. o