ফরাসী ও দর্শান সভ্যতা। Y8W, আমরা ফরাসী সীমানা চাড়িয়ে, জৰ্ম্মান সাম্রাজ্যে উপস্থিত। জৰ্ম্মানি পূৰ্ব্বে বিশেষ কোরে দেখা আছে; তবে ফান্সের পর জার্মানি –বড়ই প্রতিস্বশ্বী ভাব । যাত্যেকতোহস্তশিখরং পতিরোষধীনাং—এক দিকে ভুবনস্পশী ফাস, প্রতিহিংসানলে পুড়ে পুড়ে, আস্তে আস্তে খাক হয়ে যাচ্ছে; আর একদিকে কেন্দ্রীকৃত নূতন, মহাবল জৰ্ম্মানি মহাবেগে উদয়শিখরাভিমুখে চলেছে। কৃষ্ণকেশ, অপেক্ষাকৃত খৰ্ব্বকায়, শিল্পপ্রাণ, বিলাসপ্রিয়, অতি সুসভ্য ফরাসীর শিল্প বিন্যাস, আর একদিকে হিরণাকেশ, দীর্ঘকার, দি নাগ জৰ্ম্মানির স্কুল-হস্তাবলেপ। পারিসের পর পাশ্চাত্য জগতে আর নগরী নাই ; সব সেই পারিসের নকল, অন্ততঃ চেষ্টা । কিন্তু ফরাসীতে সে শিল্প স্বযমার সূক্ষ সৌন্দর্ঘ্য ; জৰ্ম্মানে ইংরাজে, আমেরিকে, সে অমুকরণ, স্থূল । ফরাসীর বল বিন্যাসও যেন রূপপুর্ণ; জৰ্ম্মানির রূপবিকাশ-চেষ্টাও বিভীষণ। ফরাসী প্রতিভার, মুখমণ্ডল ক্ৰোধাক্ত হলেও সুন্দর ; জৰ্ম্মান প্রতিভার মধুর হাস্য-বিমণ্ডিত আননও যেন ভয়ঙ্কর।
পাতা:পরিব্রাজক.djvu/১৫৫
অবয়ব