পাতা:পরিব্রাজক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলকোণ্ডা छोश्iछ । 8°. উপনিবেশ কৰ্ত্তে যাচ্ছে। তাদের থাক্ৰার স্থান অতি সামান্য এবং হাতে হাতে আহার দেয়। যে সকল জাহাজ হিন্দুস্থান ও ইংলণ্ডের মধ্যে যাতায়াত করে, তাহদের স্টীয়ারেজ নাই, তবে ডেকযাত্রী আছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে যে খোলা জায়গা, সেই স্থানটায় তারা বসে শুয়ে যায়। তা দূর দূরের যাত্রায় ত একটাও দেখত লুম না। কেবল ১৮৯২ খৃঃ অব্দে চীনদেশে যাবার সময় বম্বে থেকে কতকগুলি চনি লোক বরাবর হংকং পর্য্যন্ত ডেকে গিয়েছিল । ঝড় ঝাপট হলেই ডেকযাত্রীর বড় কষ্ট, আর কতক কষ্ট যখন বন্দরে মাল নাবায়। এক উপরের “হরিকেন” ডেক ছাড়া সব ডেকের মধ্যে একটা করে মন্ত চৌকা কাটা আছে,তারই মধ্য দিয়ে মাল নাবায় এবং তোলে। সেই সময় ডেকযাত্রীদের একটু কষ্ট হয়। নতুব কলিকাতা হতে বুয়েজ পর্য্যন্ত এবং গরমের দিনে ইউরোপেও, ডেকে রাত্রে বড় আরাম। যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা, তঁদের সাজান গুজানো কামরার মধ্যে গরমের চোটে, তরলমূৰ্ত্তি ধর বার চেষ্ট