পাতা:পরিব্রাজক.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

85 করছেন, তখন ডেক যেন স্বর্গ। দ্বিতীয় শ্রেণী এসব জাহাজের বড়ই খারাপ। কেবল এক নূতন জার্মান লয়েড কেম্পানি হয়েছে ; জৰ্ম্মানির বেগেন নামক সহর হতে অষ্টেলিয়ায় যায় ; তাদের দ্বিতীয় শ্রণী বড় সুন্দর ; এমন কি হরিকেন ডেকে পর্য্যন্ত ঘর অাছে এবং খাওয়াদাওয়া প্রায় গোলকোণ্ডার প্রথম শ্রেণীর মত । সে লাইন কলম্বো ছুয়ে যায়। এ গোলকোণ্ড জাহাজে হরিকেন ডেকের উপর কেবল দুট ঘর আছে ; একটা এ পাশে একটী ও পাশে । একটতে থাকেন ডাক্তার আর একটা আমাদের দিয়েছিল । কিন্তু গরমের ভয়ে আমরা নীচের তলায় পালিয়ে এলুম। ঐ ঘরট জাহাজের ইঞ্জিনের উপর। জাহাজ লোহার হলেও যাত্রীদের কামরাগুলি কাঠের ; ওপর নীচে, সে কাঠের দেয়ালে অনেকগুলি বায়ুসঞ্চারের জন্য ছিদ্র থাকে। দেয়ালগুলিতে “আইভরি পেণ্ট” লাগান ; এক একটা ঘরে তার জন্য প্রায় পচিশ পাউণ্ড খরচ পড়েছে। ঘরের মধ্যে একখানি ছোট কাপেট পাতা। দেয়ালের গায় দুটা খুরোহীন লোহার খাটিয়া এটে দেওয়া;