পাতা:পরিব্রাজক.djvu/৫০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

85 করছেন, তখন ডেক যেন স্বর্গ। দ্বিতীয় শ্রেণী এসব জাহাজের বড়ই খারাপ। কেবল এক নূতন জার্মান লয়েড কেম্পানি হয়েছে ; জৰ্ম্মানির বেগেন নামক সহর হতে অষ্টেলিয়ায় যায় ; তাদের দ্বিতীয় শ্রণী বড় সুন্দর ; এমন কি হরিকেন ডেকে পর্য্যন্ত ঘর অাছে এবং খাওয়াদাওয়া প্রায় গোলকোণ্ডার প্রথম শ্রেণীর মত । সে লাইন কলম্বো ছুয়ে যায়। এ গোলকোণ্ড জাহাজে হরিকেন ডেকের উপর কেবল দুট ঘর আছে ; একটা এ পাশে একটী ও পাশে । একটতে থাকেন ডাক্তার আর একটা আমাদের দিয়েছিল । কিন্তু গরমের ভয়ে আমরা নীচের তলায় পালিয়ে এলুম। ঐ ঘরট জাহাজের ইঞ্জিনের উপর। জাহাজ লোহার হলেও যাত্রীদের কামরাগুলি কাঠের ; ওপর নীচে, সে কাঠের দেয়ালে অনেকগুলি বায়ুসঞ্চারের জন্য ছিদ্র থাকে। দেয়ালগুলিতে “আইভরি পেণ্ট” লাগান ; এক একটা ঘরে তার জন্য প্রায় পচিশ পাউণ্ড খরচ পড়েছে। ঘরের মধ্যে একখানি ছোট কাপেট পাতা। দেয়ালের গায় দুটা খুরোহীন লোহার খাটিয়া এটে দেওয়া;