পাতা:পরিব্রাজক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ૭૨ থাক। আলাসিঙ্গা পেরুমল, এডিটার ব্রহ্মবাদিন, মাইসোরি রামানুজি"রসম”খোকে। ব্রাহ্মণ, কামান মাথায় সমস্ত কপাল মুড়ে“তেংকলে”তিলক,“সঙ্গের সম্বল গোপনে অতি যতনে” এনেছেন কি দুটো পুটলি ! একটায় চিড়া ভাজা, আর একটায় মুড়ি মটর! জাত বঁচিয়ে,ঐ মুড়ি মটর চিবিয়ে, সিলোনে যেতে হবে । আলাসিঙ্গা আর একবার সিলোনে গিয়েছিল । তাতে বেরাদারি লোক একটু গোল করবার চেষ্টা করে ; কিন্তু পেরে ওঠে নি। ভারতবর্ষে ঐ টুকুই বঁচোয়। বেরাদারি যদি কিছু না বল্পে ত আর কারো কিছু বলবার অধিকার নেই। আর সে দক্ষিণী বেরাদারি —কোনটায় আছেন সবশুদ্ধ পাচশ,কোনটায় সাতশ কোনটায় হাজারটা প্রাণী ! কনের ভাগ নিকে বে করে! যখন মাইসোরে প্রথম রেল হয়,যে যে ব্রাহ্মণ ছর থেকে রেলগাড়ি দেখতে গিছল, তারা জাতচু্যত হয়! যাই হক, এই আলাসিঙ্গার মত মানুষ পৃথিবীতে অতি অল্প ; আমন নিঃস্বার্থ সুমন প্রাণপন-খাটুনি, অমন গুরু-ভক্ত, আজ্ঞাকারী শিষ্য, জগতে অল্প হে ভায়া।