পাতা:পরিব্রাজক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و لاثا আর "ছাতের উপর—সে কি দোল। আবার যখন জাহাজের সামনেট একটা ঢেউয়ের গহ্বরে বসে যাচ্ছে, আর পেছনটা উচু হয়ে উঠছে, তখন স্ত্রটা জল ছাড়া হয়ে শূন্যে ঘুরছে, আর সমস্ত জাহাজটা ঢকু ঢকু ঢক্‌ ঢক্‌ কোরে নড়ে উঠছে। সেকেণ্ড কেলাসটা ঐ সময়, যেমন বেরালে ইদুর ধরে এক একবার ঝাড়া দেয়,তেমনি কোরে নড়ছে । যাই হউক এখন মনমনের সময়। যত ভারতমহাসাগরে জাহাজ পশ্চিমে চলবে, ততই বাড়বে এই ঝড়ঝাপট । মান্দ্রাজিরা অনেক ফলপাকড় দিয়েছিল তার অধিকাংশ, আর গজা, দধ্যেদান প্রভৃতি সমস্তই ছেলেদের দেওয়া গেল। আলাসিঙ্গ তাড়াতাড়ি একখানা টিকিট কিনে শুধু পায়ে জাহাজে চড়ে বসলে । আলাসিঙ্গা বলে, সে কখনও কখন জুতোও পায়ে দেয়। দেশে দেশে রকমারি চাল । ইউরোপে মেয়েদের পা দেখান বড় লজ্জা ; কিন্তু আধখানা গা আদুড় রাখতে লজ্জা নেই । আমাদের দেশে মাথাটা ঢাকতে হবেই হৰে, তা পরনে কাপড় থাক বা না মান্দ্রাজি যাত্রী।