পাতা:পরিব্রাজক.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

에o • राजूएल निtष्छ । शिठूलद्र नर ब्रकम छांउ भिएल একটা হিন্দু জাত হয়েছে ; তাতে অনেকটা পঞ্জাবী জাঠদের মত সব জাতের মেয়ে, মায় বিবি পর্য্যস্ত, বে করা চলে। ছেলে মন্দিরে গিয়ে ত্রিপুণ্ড কেটে শিব শিব বলে হিন্দু হয়। স্বামী হিছ, স্ত্রী ক্রিশ্চিয়ান। কপালে বিভূতি মেখে নমঃ পাৰ্ব্বতীপতয়ে’ বল্লেই ক্রিশ্চিয়ান সদ্যঃ হিন্দু হয়ে যায়। তাইতেই তোমাদের উপর এখানকার পাদরিরা এত চট। তোমাদের আনাগোনা হয়ে অবধি, বহুৎ ক্রিশ্চিয়ান বিভূতি মেখে নমঃ পাৰ্ব্বতীপতয়ে বলে, হিছ হয়ে জাতে উঠেছে। অদ্বৈতবাদ, আর বীর শৈববাদ এখানকার ধৰ্ম্ম। হিন্দু শব্দের জায়গায় শৈব বলতে হয়। চৈতন্যদেব যে নৃত্য কীৰ্ত্তন বঙ্গদেশে প্রচার করেন, তার জন্মভূমি দক্ষিণাত্যে, এই তামিল জাতির মধ্যে। লক্ষ লোকের উন্মাদ কীৰ্ত্তন, শিবের স্তব গানসে হাজারো মৃদঙ্গের আওয়াজ, আর বড় বড় কত্তালের ঝাজ-আর এই বিভুতি মাখা, মোট মোটা রুদ্রাক্ষ গলায়, পাহলওয়ানি চেহারা,