পাতা:পরিব্রাজক.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዋb” ঠাণ্ড সমুদ্র । তাই হলো। এ দুঃস্বপ্নও কাটলে। ৮ই সন্ধ্যাকালে এডেন। কাউকে নামতে এড় । দেবে না, কাল গোরা মানে না। কোনও জিনিষ ওঠাতে দেবে না। দেখবার জিনিষও বড় নেই। কেবল ধুধু বালি,-রাজপুতনার ভাষ— বৃক্ষহীন তৃণহীন পাহাড়। পাহাড়ের ভেতরে ভেতরে কেল্লা ; ওপরে পণ্টনের ব্যারাক । সামনে অৰ্দ্ধচন্দ্রাকৃতি হোটেল ; আর দোকানগুলি জাহাজ থেকে দেখা যাচ্ছে। অনেকগুলি জাহাজ দাড়িয়ে । একখানি ইংরাজি যুদ্ধ জাহাজ, এক খানি জৰ্ম্মান, এলো ; বাকিগুলি মালের বা যাত্রীর জাহাজ। গেলবারে এডেন দেখা আছে। পাহাড়ের পেছনে দিশি পণ্টনের ছাউনি, বাজার । সেখান থেকে মাইল কতক গিয়ে পাহাড়ের গায় বড় বড় গহবর তৈয়ারি করা, তাতে বৃষ্টির জল জমে। পূৰ্ব্বে ঐ জলই ছিল ভরসা। এখন যন্ত্রযোগে সমুদ্রজল বাষ্প কোরে, আবার জমিয়ে, পরিষ্কার জল হচ্চে। তা কিন্তু মাগগি । এডেন ভারতবর্যেরই ४कप्रैि नश्ब्र cयन-नि*ि ফৌজ, দিশি লোক অনেক। পারসি দোকানদার,