ፃፃ টটলের কাছে ঘর দোর সব বাঙ্গ লা। বোগেশের একটা এড়ে লাগা ছেলের বড় অযত্ন ; বেচারা সারাদিন ডেকের কাঠের ওপর গড়িয়ে বেড়াচ্ছে। বুড়ো কাপ্তেন মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে এসে তাকে চামচে কোরে সুরুয়া খাইয়ে যায় আর তার পাট দেখিয়ে বলে—কি রোগ ছেলে, কি অযত্ন ! অনেকে অনন্ত মুখ চায়। সুখ অনন্ত হলে দুঃখও যে অনন্ত হত—তার কি ? তা হলে কি আর আমরা এডেন পৌছুতুম। ভাগ্যিস মুখ দুঃখ কিছুই অনন্ত নয়, তাই ছয় দিনের পথ চৌদ্দ দিন কোরে, দিন রাত বিষম ঝড় বাদলের মধ্যে দিয়েও, শেষটা এডেনে পৌছে গেলুম। কলম্বো থেকে যত এগুনো যায়, ততই ঝড় বাড়ে, ততই আকাশ-পুকুর, ততই বৃষ্টিততই বাতাসের জোর, ততই ঢেউ—সে বাতাস, সে ঢেউ ঠেলে কি জাহাজ চলে ? জাহাজের গতি আদেক হয়ে গেল—সকোত্র দ্বীপের কাছাকাছি গিয়ে বেজায় বাড়লো। কাপ্তেন বললেন, এইখানটা মন্ স্বনের কেন্দ্র ; এইট। পেরুতে পারলেই ক্রমে মনৃ মুনেরকেন্দ্র।
পাতা:পরিব্রাজক.djvu/৮৬
অবয়ব