পাতা:পলাশির যুদ্ধ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
২৭

নবম দিবস পরে নভঃ আলো ক'রে,
উঠিল ব্রিটিশ-ধ্বজা চন্দননগরে।

৪৭


“ফরাশির সম যোদ্ধা নাহি ভূ-ভারতে”
বঙ্গদেশে একবাক্যে বলিত সকলে।
সে ফরাশি-যশোরবি সেই দিন হ’তে
ক্লাইবের কটাক্ষেতে গেছে অস্তাচলে।
বিশেষ তাহার সনে বঙ্গ-সেনাপতি,
স্বীয় সৈন্ত যদি যুদ্ধে করেন মিলন,
—প্রভঞ্জনসহ সিন্ধু দুর্নিবার-গতি,—
পাবক-সহায় হ’বে প্রবল পবন।
মুহূর্ত্তে ক্লাইব যুদ্ধে হ’লে সম্মুখীন,
উড়াইবে তৃণবৎ যুবা অর্ব্বাচীন।”

৪৮


এ যুক্তিতে সমবেত সভ্য যত জন,
কিছু তর্ক পরে, সবে হ’লেন সন্মত।
বললেন কৃষ্ণচন্দ্র ফিরায়ে নয়ন,—
“জানিতে বাসনা করি রাণীর কি মত?”
যবনিকা-অন্তরালে চিত্রার্পিত প্রায়,
বসিয়া রমণীমূর্ত্তি; অস্পন্দ-শরীর;