পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৯৫

রোদনের শব্দে পরিচারিকামণ্ডল
আসিয়া, নবাবে নিল পর্য্যঙ্কে তখনি,—
নক্ষত্রবেষ্টিত চন্দ্র গেলা অস্তাচল।
“এ কি নাথ!” জিজ্ঞাসিল বিষাদিনী ধনী;
অভাগা অস্ফুটুম্বরে বলিল তখন,
“অবিশ্বাসী—আততায়ী—বধিল জীবন।”

৪০


নিদাঘনিশির শেষে নীরব অবনী;
নিবিড় তিমিরে ঢাকা ভূতল, গগন;
দুই এক তারা হ'য়ে মলিন অমনি
জ্বলিতেছে, শিবিরের আলোর মতন।
ভবিষ্যৎ ভাবি যেন বঙ্গ বিষাদিনী
কাঁদিতেছে ঝিল্লিরবে; পলাশি-প্রাঙ্গণ
ভেদিয়া উঠিছে ধ্বনি চিত্তবিদারিণী,
মুহূর্ত্ত নবাব•ধ্বনি করিল শ্রবণ;—
অন্ধকারে ধবনি যেন নিয়তি-বচন
কি বলিল, শিহরিল সভয়ে যবন।

৪১


“অবিশ্বাসী—আততায়ী—বধিল জীবন,”—
বলিতে বলিতে ক্লান্ত হ’ল কলেবর;