এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
২৯
কিবা বহু মন্ত্রে তার
জনার্দ্দনে ভক্তি যার?
‘নমো নারায়ণ’ মন্ত্র সর্ব্বমন্ত্র সার।
সর্ব্বার্থসাধক ইহা বিদিত সসার। ৬৬
বৈশম্পায়ন উবাচ।
যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুৰ্দ্ধরঃ।
তত্র শ্রীবিজয়ো ভূতির্ধ্রুবাণীতি মতির্মম॥ ৬৭
যোগেশ্বর-রূপে কৃষ্ণ আছে যেই স্থান,
ধনুর্দ্ধর ধনঞ্জয় যথা বিদ্যমান,
তথায় ঐশ্বর্য্য, লক্ষ্মী, বিজয় নিশ্চয়,
হইবেক অবশ্যই মোর মনে লয়। ৬৭
অঙ্গিরা উবাচ।
হরির্হরতি পাপানি দুষ্টচিন্তৈরপি স্মৃতঃ।
অনিচ্ছয়াপি সংস্পৃষ্টো দহত্যেব হি পাবকঃ॥ ৬৮
দুষ্টচিত্তে করে যদি শ্রীহরি স্মরণ,
হরি তার পাপরাশি করেন হরণ,
অনিচ্ছাতে অনল করিলে পরশন,
অবশ্যই পুড়াইবে পাবক তখন। ৬৮