পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ) evరి হো-লি, আমি আপনার নিকট ঘৃণিত কুকুর তুল্য। ই আমি কুকুর, কুকুরজাদা ; হে প্রতিভাবান মহাপুরুষ, ভবিষ্যদশী মহাত্মন, আপনি দয়া করিয়া আমাকে সাহায্য না করিলে শ্বেতাঙ্গ পুলিশ আমাকে গ্রেপ্তার করিয়া ঠাণ্ডি গারদে আবদ্ধ করিবে ।” হো-লি তাহার কাতর প্রার্থনা শুনিয়া মাথা নাডিয়া গম্ভীর ভাবে বলিল, “দেবতাদের অমুমতি ব্যতীত তোমাকে কোনরূপ সাহায্য করা আমার সাধ্যাতীত । আমাকে দেব-মন্দিরে পূজা দিতে হইবে ; সেজন্ত প্রচুর পরিমানে মূল্যবান অৰ্ঘ্য সংগ্রহের প্রয়োজন । তাহ সংগ্ৰহ করিতে বিস্তর অর্থব্যয় হইবে । আমি অর্থকে অনর্থ মনে করি ; আমি স্বয়ং তাহা সংগ্ৰহ করিয়া তোমার হিতার্থে ব্যয় করিব, সেরূপ সামর্থ্য বা অবসর আমার নাই। এজন্য তোমাকেই এদেশের একশত পাউণ্ড যোগাড় করিয়া আনিয়া দিতে হইবে। যদি छुप्रै তাহা আনিয়া দিতে পার, তাহা হইলে সেই অর্থে যথাযোগ্য উপকরণ সংগ্ৰহ করিয়া দেবতাদের পূজা দিব, এবং কল্যাণ কামনায় তাহাদের আশীৰ্ব্বাদ প্রার্থনা করিব । র্তাহার। আমার পুজায় সস্তুষ্ট হইয়া তোমাকে সাহায্য করিবেন । বিশেষতঃ, তুমি যখন হপ-সিং সম্প্রদায়ের উৎসাহশীল কৰ্ম্মী, তখন তোমার নিকট একটি গুপ্ত কথা প্রকাশ করিতেও আমার আপত্তি নাই।” আগন্তুক চীনামান বলিল, “মহাপুরুষ, সেই গুপ্ত কথাটি শুনিবার জন্ত আমার কৌতুহল হইয়াছে , আপনি দয়া করিয়া তাহা আপনার পদাশ্রিত এই কুকুরের কর্ণগোচর করিলে তাহার উৰ্দ্ধতন চতুর্দশ পুরুষ কৃতাৰ্থ হইবে।” হো-লি বলিল, “কিন্তু দেবতাদের আশীৰ্ব্বাদ তোমার অর্থ-সংগ্রহেরু, উপর নির্ভর করিতেছে। —তবে সেই গুপ্ত কথাটি তোমার কানে কানে বলিতে আমার আপত্তি নাই ।”