পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার X o (t আমার জাগরণে ও নিদ্রায় সমভাবে আমার সেবা করিবে । ‘পতি পরম দেবতা ইহাই প্রাচ্য মহাদেশের শাস্ত্রের বচন ; আমি দারুণ গ্রীষ্মে গলদঘৰ্ম্ম হইয়াছি, গরমে আমার প্রাণ বিহবল হইয়া দেহপিঞ্জরে ছট্‌ফট্‌ করিতেছে ; অতএব তোমরা আমার দুই পাশে দাড়াইয়া পাখা কর । আমি বাতাস খাইয়া আরাম উপভোগ করি । আমার সেবা করিবার জন্তই দেবতারা তোমাদিগকে পৃথিবীতে পাঠাইয়াছেন । এই সেবার বিনিময়ে অন্ন বস্ত্র দানে তোমাদের প্রতিপালন করিতেছি । আমরা মরিলে তোমরা অসহায় হইবে ; কিন্তু তোমরা মরিলে আমাদের দাসীর অভাব হইবে না ।” মহাপণ্ডিত হো-লির পত্নীদ্বয় পতি-দেবতার এই অমৃতময় উপদেশে কর্ণকুহর পবিত্র করিয়া তাহার দুইপাশে দাড়াইয়া মুগন্ধিচন্দন-পাখা দ্বারা তাহাকে বীজন করিতে লাগিল । কয়েক মিনিটের মধ্যেই হো-লির স্বগোল চক্ষুদ্বয় নিমিলিত হইল, এবং সে গাঢ় নিদ্রায় অভিভূত হওয়ায় তাহার মুখবিবর ও উভয় নাসারন্ধ হইতে সমতালে সঙ্গীতধ্বনি নিঃসারিত হইয়া সাধীদ্বয়ের প্রাণে আনন্দধারা বর্ষণ করিতে লাগিল । • দুই ঘণ্ট নিদ্রাসুখ উপভোগের পর হো-লি চক্ষু মেলিয়া চাহিল । তখন দিবাবসান-প্রায় । হো-লি দেখিল পশ্চিম দিকের উন্মুক্ত বাতায়নপথে সেই কক্ষে রৌদ্র প্রবেশ করিয়া তাহার অনাবৃত পিঠ ও ঘাড় উত্তপ্ত করিয়াছে । সে তৎক্ষণাং উঠিয়া-বসিয়া তাহার পত্নীদ্বয়েয় সন্ধানে চতুদিকে ক্রুদ্ধ দৃষ্টিনিক্ষেপ করিল, কিন্তু উভয়ের একজনকেও দেখিতে পাইল না ; কারণ তাহার নাসিকা-গর্জন আরম্ভ হইবার পর, তাহাদেরইহ-পরলোকের আরাধ্য দেবতা গঢ় নিদ্রায় অভিভূত হইয়াছে বুঝিয়া, তুহারা পাখা দুইখানি ফেলিয়া-রাখিয়া অন্তঃপুরে প্রস্থান করিয়াছিল।