পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার XX ডি ডি বলিলেন, “তুমি বলিতে চাও সে কোন অপরাধজনক কায আরম্ভ করিবার দুরভিসন্ধিতে লগুনে আসিয়াছে ?” ওয়াকার বলিল, “ইl; সবুজ ত্রিভুজের সহিত তাহার কি সম্বন্ধ, তাহাই সৰ্ব্বাগ্রে আবিষ্কার করা প্রয়োজন ।” সেই সময় টেলিফোন ঝন ঝন শব্দে বাজিয়া উঠিল ; ডি ডি টেলিফোনে সাড়া দিয়া বলিলেন, “হা, আমি সহকারী কমিশনার পিয়ারসন । —তুমি কে ? তোমার কি বলিবার আছে ?” 馨 পিয়ারসন উত্তর পাইলেন, “মিঃ পিয়ারসন, অামার কথা মন দিয়া শুকুন। আমি কোন কথা একবারের বেশী দুইবার বলিব না । আমি সবুজ ত্রিভুজ সমিতির পক্ষ হইতে কথা বলিতেছি ।” মিঃ পিয়ারসন ইনস্পেক্টর ওয়াকারকে ইঙ্গিত করিতেই ওয়াকার দ্বারের নিকট উপস্থিত হইল ; সে রুদ্ধদ্বার খুলিবার চেষ্টা করিল, কিন্তু দ্বার খুলিতে পারিল না ; তাহ বাহির হইতে বন্ধ হইয়াছিল ! যে অপরিচিত ব্যক্তি মিঃ পিয়ারসনের সহিত টেলিফোনে কথা বলিতেছিল—তাহার কণ্ঠস্বর মৃদু, অত্যন্ত মোলায়েম । ঘ্নে বলিতে লাগিল, “গুমুন মিঃ পিয়ারসন, আপনি চারি মিনিট পৰ্য্যস্ত আমার সন্ধান লইবার চেষ্টা করিবেন না ; অ।মি কোথা হইতে কথা বলিতেছি তাহাও জানিবার চেষ্টা করিবেন না। আপনি বোধ হয় জানিতে পারিয়াছেন আমাদেৱ বিজ্ঞাপনের বিপুল প্রচারে সবুজ ত্রিভুজ এদেশে সৰ্ব্বজন-পরিচিত হইছে। আমরা নিজেদের সঙ্কল্প সিদ্ধির জন্য এই বিজ্ঞাপনের সাহাt্যে যে সঙ্ঘ সংগঠিত করিয়াছি, তাহাদের প্রাণপণ চেষ্টা ব্যর্থ হইবার নহে। সেই চেষ্টার ফল আপনি অবিলম্বেই দেখিতে পাইবেন । আমি আপনাকে জানাইয়া রাখিলাম, গ্রাঙ্গ বেলা বারটার সময় হোম-সেক্রেটারী সার রিউপার্ট ফ্যাল