পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ© e পীতাতঙ্কের প্রতিকার পিস্তলটি দৃঢ়-মুষ্টিতে চাপিয়া ধরিয়া তাহার সম্মুখবর্তী চীনাম্যানকে কি বলিতে উদ্যত হইল, কিন্তু সে কাহাকে কি বলিবে ? চীনাম্যান কখন তাহার সম্মুখ হইতে প্রস্থান করিয়াছিল—তাহা সে জানিতে পারে নাই ; সে মুহূৰ্ত্ত মধ্যে কোথায় অদৃশু হইল—তাহাও সে বুঝিতে পারিল না !—চীনাম্যানটা তাহার শত্রু না মিত্র ? শত্রু হইলে, বিপ্লবীদলেরকোন কৰ্ম্মী হইলে নিশ্চয়ই সে তাহাকে গুলী করিয়া মারিত, তাহাকে সম্মুকে পাইয়। তাহার বক্ষঃস্থল লক্ষ্য করিয়া পিস্তল প্রসারিত করিয়া, কেবল তাহাকে ভয় দেখাইয়াহ ক্ষান্ত হইত না; সে চক্ষুর নিমেষে পিস্তলের ঘোড়া টিপিত, এবং তাহার সেই চেষ্ট। বিফল হইত না; কারণ পিওলে গুলীভর টোটাপুরিয়া রাখা হইয়াছিল । তথাপি সে তাহাকে হত্য। না করিয়া পিস্তলটি অসস্কোচে তাহার হস্তে অপণ করিল ; পিস্তলটি হাতে পাইয়া ওয়াকার তাহাকে গুলী করিয়া মারিতে পারে—ইহা বুঝিয়াও সে স্বয়ং নিরস্ত্র হইল! পিস্তলটি তাঙ্গার হাতে দিয়া সে তাড়াতাড়ি সরিয়া পড়িল ; তবে কি সে তাহার কোন হিতৈষী মিত্র, সেই শক্রপুরীতে তাহাকে সাহায্য করাই তাহার উদেশ্ব ছিল ? চীনাম্যানটা তাহার অপরিচিত। বিপ্লবী চীনামানদের আড়ায় সে কি উদ্দেশ্যে আসিয়াছিল ? তাহাকে এইভাবে সাহায্য করিয়া নিজের পরিচয় না দিয়াই বা কেন সে অদৃপ্ত হইল –ওয়াকার মনে মনে তর্ক-বিতর্ক করিয়া এই সকল জটিল প্রশ্নের উত্তর স্থির করিতে পারিল না ; কিন্তু সে ইহা স্পষ্ট বুঝিতে পারিল যে, বিপ্লববাদীদের দেশের লোক যদি বিপ্লব দমন করিয়া দেশে শাস্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত “ন। করে, তাহা হইলে কেবল পুলিশের চেষ্টায় দেশের অশাস্তি দূর করা অত্যস্ত কঠিন কাৰ্য । ওয়াকার সেই অপরিচিত চানাম্যানের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করিল। বিপ্লবী