পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ পীতাতঙ্কের প্রতিকার হইয়া বলিল, “এই প্রসিদ্ধ বর্জিয়া পরিবারের স্তায় অদ্ভুত শক্তিসম্পদ প্রতিভাবান পরিবার বিধা তার আশ্চৰ্য্য স্বষ্টি সমগ্ৰ পৃথিবীতে র্তাহাদের তুলনা ছিল না । এই ইতিহাস-প্রসিদ্ধ ককেশিম পরিবার আমার নমস্ত; আমি তাহাদের দদেশে সাত কুণিশ করি । সমগ্র পুথিবীর মধ্যে এই ককেশিয়ু পরিবার ভিন্ন অন্য সকল ককেশিয়কে অামি আস্তরিক ঘুণ। করি । এই কেশিয় পরিবার যদি আমাদের মধ্যরাজ্যের অধিবাসী হইতেন, তাহা হইলে আমাদের দেশের গৌরব বৰ্দ্ধিত হইত ; কিন্তু আমাদের ক্ষোভের বিষয় এই যে, তাহারা আমাদেব অবজ্ঞাত ককেশিয় গুণতিতে জন্মগ্রহণ করিয়া ছিলেন । “যাহা হউক, আমি যে কথা বুলিতেছিলাম তাহা সঙ্ক্ষেপে শেষ করি ; কারণ তোমার মৃত্যুর আর অধিক বিলম্ব নাই। স্বতরাং আমার মনের সকল কথাই তুমি এথন জানিতে পারবে । যে হতভাগ্য মৃত্যুর অন্ধকারপূর্ণ চির-বিস্মৃতিসমাচ্ছন্ন মত লম্পর্শ গর্ভে প্রবেশ করিতে উদ্যত হইয়াছে—তাহার নিকট আমার গুপ্ত কথা প্রকাশ করিতে বাধা কি ? —আমাদের চীন-দেশেৎপন্ন এক জাতীয় বিষ লইয়া, বহুদিন ধরিয়া আমি তাহার বিশেষত্ব পরীক্ষা করিয়াছিলাম। সেই সিটির নাম তোমার নিকট প্রকাশ করিতে আমার আগ্রহ নাই । “অল্পকাল পরেই তোমার মৃত্যু অপরিহার্য্য, তথাপি তাহা তোমার নিকট প্রকাশ করিব না ; এমন কি, আমার পরম বন্ধুর নিকটেও সেই বিষের নাম প্রকাশ করিতে আমার আপত্তি আছে । বিশেষত:, সেই নাম শুনিয়া তোমার কেন ও লা ভ নাই । যাহা হউক, আমার স্বদেশ জাত সেই বিমের প্রকৃতি বিশ্লেষণ করিয়া আমার ধারণা হইল, উহা কন্তুরেলারই সমধম্মী বিষ , উভয়েরই প্রকৃতি অভিয় । এই আবিষ্কারের ফলে আমি সিদ্ধাস্ত করিলাম, কন্তুরেলা নামক বিষ