পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Sb'(t এখানে আমার অভ্যর্থনা করিতে আসিয়াছ ? ডিভট তোমারও বন্ধু বলিয়া তোমাকে সমাদরের সহিত এখানে আনিবার জন্য তাহাকে তোমার কাছে পাঠাইয়াছিলাম ; কিন্তু তাহাকে ত দেখিতেছি না ।” ডাক্তার লুর কথা শুনিয়া মিঃ পিয়ারসন সবিস্ময়ে বলিলেন, “ডিভট কি রুসিয়ান ?” ডাক্তার লু বলিল, “ই। রুসিয়ান, কিন্তু সে বহুকাল হইতে ইংলওপ্রবাসী ; বিশেষত:, তাহার • মা ছিল ইংরাজ-দুহিতা । এই জন্য সে ইংরাজের ছদ্মবেশে তোমাদের প্রতারিত করিতে পারিয়াছিল । তাহার সহায়তা না পাইলে আমরা তোমাদের ঘরের খবর জানিতে পারিতাম না।” ... - মিঃ পিয়ারসন দুর্ভেদ্য রহস্যান্ধকারে এবার আলোক দেখিতে পাইলেন । এই সংবাদে অনেক বিষয়ই তিনি পরিস্ফুটরাপে বুঝিতে *iforân i (the information made things clearer to him, ) ডাক্তার লু ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া ইনস্পেক্টর ওয়াকারকে বলিল, “ইহার পরে আমি আগে তোমাকে হত্যা করিব, তাহার পর সুযোগ হইলে তোমাকে জেরা করিব ; কারণ তুমি ভয়ঙ্কর মতলববাজ লোক !” ওয়াকার তাহার কথা শুনিয়া বলিল, “ইহার পর তুমি ঐ রকম করিবে ? কিন্তু পরে কখন সে স্থযোগ পাইবে কি ? আমি এই কক্ষ ত্যাগের পুৰ্ব্বেই তোমাকে স্বহস্তে হত্যা করিব ডাক্তার ! আমার সঙ্কল্প বিফল হইবে না। ইহার পর তোমার পক্ষে সব অন্ধকার ! মৃত্যুর পর অন্ধকারাচ্ছন্ন যবনিকায় তুমি আচ্ছাদিত হইবে।” O ডাক্তার লু মাথা নাড়িয়া বলিল, “কাহার ভাগ্যে কি আছে কে বলিতে পারে ? তোমার আশা পূর্ণ হইবে কি না তাহা তুমি নিশ্চিত