পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>'デぐ。 পীতাতঙ্কের প্রতিকার রূপে বলিতে পার না । মাতুষ নিজের ভাগ নিয়ন্ত্রিত করিতে পারে না, সে পরের ভাগ্য পরিচালিত করিবে ?” মিঃ পিয়ারসন বলিলেন, “আর তুমি তোমার পিষের সাহায্যে একটি জাতির ভাগ্য নিয়ন্ত্রিত করিবে আশা করিয়াছিলে ! কিন্তু ওয়াকরের পিস্তলের এক গুলীতেই তোমার ভাগ্য নিয়স্থিত হইতে পারে ।” ডাক্তার লু চঞ্চল দৃষ্টিতে ওয়াকারের পিস্তলের নলের দিকে চাহিল ; কিন্তু ওয়াকার তাঙ্গণকে গুলী না করিয়া পিস্তলটি সেচ ভাবে উদ্যত রাখিয়াই বঁ। হাতে একখানি ছুরী বাহির করিল ; তাহার ফল। রক্তমাথ । সেই রক্তাক্ত ফুলায় দীপালোক প্রতি ফলিত হইল । সে সেই ছুরীর সাহায্যে মিঃ পিয়ারসনের হাতের বাধন কাটিয়া দিল । ডাক্তার লু প্রশাস্ত ভাবে এই দৃশ্য দেখিয়া কোন মন্তব্য প্রকাশ করিল ন। সে বুঝিয়ছিল ওয়াকার তাহার পিস্তলের ঘোড়ায় আঙ্গুলের একটু চাপ দিলেই তাহার মৃতদেহ সেই স্থানে লুটাঠয়া পড়িবে। কি স্তু মিঃ পিয়ারসনকে বন্ধন-মুক্ত দেখিয় ডাক্তার লু অধিক কাল নারদ থাকিতে পারিল না । সে ইনস্পেক্টরকে সংযত স্বরে বলিল, “ওয়াকার, তুমি তোমার উপরওয়ালাকে মুক্তিদান করিয়া তাহার কৃতজ্ঞতা ভাজন হঠয়ছে সন্দেহ নাই । তোমার ইচছা হইলে আমাকেও তুমি গুলী করিতে পার ; কিন্তু তাত ইলেই যে তোমরা নিৰ্ব্বিম্বে মুক্তি লাভ করবে—তাহার সম্ভাবনা কোথায় ? তোমরা কোয়ানকে কি উপায়ে পরাস্ত করিবে ? সে থাকিতে তোমাদের পলায়নের আশা পূর্ণ হইবে না; কারণ গেমর কোয়ানের অজ্ঞাতসারে এই অট্টালিকা ত্যাগ করিতে পরিবে না। তুমি হয় ত ডিভটকে পরাস্ত করিয়াছ ; কিন্তু কোয়ানের মত পরাক্রান্ত পালোয়ানকে কায়দা করা তোমাদের