পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার >b* পক্ষে সহজ হইবে না। আমি জানি একবার সে চারিটা হাতীর মত জোয়ানের সঙ্গে লড়িয়া তাহীদের সকলকে ধরাশায়ী করিয়া ছিল । তোমরা দু’জন ত তাহার কাছে ফড়িং ! তোমাদের দু’জনকে দু'হাতে ধরিয়া সে পিষিয়া মারিবে }” ওয়াকারকে ভয় প্রদর্শনের উদ্দেশ্লেষ্ট সে পিস্তলের নলের দিকে চাঙ্গিয়া আচঞ্চল স্বরে এই কথাগুলি বলিল ; কিন্তু ওয়াকার তাহার কথায় বিন্দুমাত্র বিচলিত হইল, না । ডাক্তার লু তাহার মুথের দিকে চাহিয়া তাহার মনের ভাব বুঝিবার চেষ্টা করিল। ওয়াকার কথা বলিল ; তাহার একটি মাত্র সজিক্ষপ্ত কথায় ডাক্তার লুর সকল আশা বিলুপ্ত হইল । یه " ওয়াকার তাচ্ছীল্য ভরে বলিল, “কোয়ান শিঙা ফুকিয়াছে।” ওয়াকারের কথা শুনিয়া ডাক্তার লু চমকিয়া উঠিল ; তাঙ্গর বিস্ফারিত নেত্রে আতঙ্ক-চিকু পরিস্ফুট হইল । কোয়ান মরিয়াছে—এ কথা বিশ্বাস করিতে তাহার প্রবৃত্তি হইল না ; কিন্তু সে জানিত ওয়াকার তাহাদের প্রবল শত্রু হইলেও মিথ্যা কথা বলে না । ডাক্তার লু ক্ষণকাল স্তম্ভিত ভাবে দাড়াইয়া থাকিয় আড়ষ্ট স্বরে বলিল, “কোয়ান মরিয়াছে ? তুমি বলিতেছ কি ?--তবে কি তুমিই তাহার মৃত্যুর জন্য দায়ী ?” ওয়াকার আচঞ্চল স্বরে বলিল, “সে স্বয়ং তাহার মৃত্যুর জন্ত দায়ী । যে ইচ্ছা করিয়া আগুনে হাত দেয়, আগুনে হাত পুড়িলে সেজন্য আগুনকে দায়ী করা উচিত নহে ।” ডাক্তার লু বলিল, “তোমার কথা শুনিয়া বুঝিলাম তুমিই তাহাকে হত্য, করিয়াছ ; একথা কি সত্য ?” ওয়াকার বলিল, “মিথ্যা বলিবার প্রয়োজন দেখি না।”