পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* e:R পীতাতঙ্কের প্রতিকার দেখিয়াছিলাম । সে সত্যই ঐ রূপ মনে করিয়াছিল কি না বলিতে পারি না ; তবে সে আমাকে ঐ কথাই বলিয়াছিল বটে।” ডি ডি হাসিয়া বলিলেন, “আমাকে ইতিমধ্যে এক দিন তাহার বাড়ী গিয় তাহার সঙ্গে দেথা করিতে হইবে । আমি তাহাকে কিঞ্চিৎ অর্থ উপহার দিব বলিয়াছিলাম ; আমাকে সেই অঙ্গীকার পালন করিতে হইবে।” ডি ডি কি কারণে হো-লিকে পাচশত পাউণ্ড উপহারের আশী দিয়াছিলেন, তাহ। ওয়াকারের নিকট সেই দিন প্রকাশ করিলেন । ওয়াকার নিস্তব্ধ ভাবে সহকারী কমিশনার ডানিয়েল ডি পিয়ারসনের সকল কথা শুনিয়া হাসিয়া বলিল, “বুড়া রাসকেলটা আপনার নিকট পাচশো পাউণ্ড আদায় করিবে ? তাহার ভাগ্য ভাল । সে পবের ভাগ্যফল গণিয়া বলিতে পাবে কি না জানি না ; কিন্তু নিজের ভাগ্যফল গণনায় তাঙ্গর ভুল হয় নাই। পাচ-শে পাউণ্ড !” মিঃ পিয়ারসন বলিলেন, “দেখ ৪য়াকার, গুপ্তহত্যার ফল কথন ভাল হয় না । মানব-সভ্যতার ইতিহাস খুজিয়া এমন নজীর কোথাও পাইবে ন যে, গুপ্তহত্যা দ্বারা কোন পরাধীন জাতি স্বাধীনতা লাভ করিয়াছে ; কোন স্বাধীন জাতিকে পদানত করিতে,—তাহদের শক্তি সামর্থ্য, প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত করা ত দুরের কথা, বিন্দুমাত্রও ক্ষুঃ করিতে পারিয়াছে । ইহাতে কেবল রাষ্ট্রীয় অশাস্তি বৰ্দ্ধিত হয়, এবং সঙ্গে সঙ্গে দুৰ্ব্বলের প্রতি প্রবলের আক্রোশ অসংবরণীয় হইয়া উঠে । নরহত্যা, স্বদেশপ্রেম, বা স্বজাতিপ্রীতির নিদর্শন নহে। নরহত্যা দ্বারা কোন শক্তিশালী প্রতিষ্ঠাপন্ন জাতিকে যাহার। সঙ্কল্পচু্যত করিবার আশা করে, তাহারা বিকৃতমস্তিষ্ক ; তুাহার কেবল সমাজের নহে, মানবজাতির শত্রু । তাঁহাদের বিকৃত মনোবৃত্তির ফলে কতকগুলি নিৰ্ব্বিরোধ,