পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ২৫ ওয়াকার বলিল, “তাহার দক্ষিণ কাণের নীচের পাতা কাট গিয়াছে।” ওয়াকার সেই কক্ষের বাহিরে আসিয়া নীচের তলায় চলিল । রাত্রি অন্ধকারাচ্ছন্ন ও কুয়াসাবৃত। ওয়াকার আস্তে আস্তে শিষ দিতে দিতে যখন নদীর বাধের উপর দিয়৷ চলিতে লাগিল, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল। সে চলিতে চলিতে হঠাৎ থামিয়া বাধের প্রাস্তবাহিনী টেম্স নদীর দিকে চাহিল । কৃষ্ণবর্ণ নদীস্রোতের কুলুধ্বনি শুনিতে শুনিতে তাহার মনে হইল কেহ লঘুপদবিক্ষেপে তাহার অমুসরণ করিতেছিল ; পদধ্বনি মৃদু হইলেও তাহা • সে সুস্পষ্ট শুনিতে পাইল । সে সেই মুহূৰ্ত্তে সতর্ক হইল । একখানি তীক্ষুধার ছুরী তাহার গলা লক্ষ্য করিয়া নিক্ষিপ্ত হইয়াছিল ; কিন্তু ওয়াকারের সতর্কতায় তাহার আততায়ীর চেষ্টা বিফল হইল। ছুরী লক্ষ্যভ্রষ্ট হইল। পরমেশ্বর অনেক স্থলেই নরহস্তার আক্রমণ ব্যর্থ করেন ; এ ক্ষেত্রে ৪ তাহাই হইল । ওয়াকার বলবান ও চতুর পুলিশ কৰ্ম্মচারী। আততায়ী তাহার দৃষ্টির অগোচরে পস্বায়ন করিতে পারিল না । ওয়াকার চক্ষুর নিমেষে তাহাকে ধরিয়া ফেলি এক ধাক্কায় নদীর বধের উপর চিত করিয়া ফেলিল এবং তাহার |েটে হাটু চাপাইয়া এরূপ জোরে চাপ দিল যে, নাড়িভূড়িগুলা নিস্পেষিত ইহরার উপক্রম হইল । ওয়াকারের আততায়ী যন্ত্ৰণীয় মুথব্যাদান করিয়া খাবি থাইতে -“লাগিল ; তাহার উভয় চক্ষু-তারকা উণ্টইয়া কপালে উঠিল । ওয়াকার তাহার মুখের দিকে চাহিয়া দেখিল সে চীনাম্যান । ওয়াকার বিস্ময় দমন করিয়া অস্ফুষ্টস্বরে বলিল, “চীনাম্যান দেখিতেছি যে!”—সে চীন,ম্যানটাকে চুলের মুঠা ধরিয়াক টানিয়া তুলিল । চীনাম্যানটা উঠিয় দাড়াইয়া বেকুবের মত তাহার:মুখের দিকে