পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার مولاية ওয়াকার বিস্মিত ভাবে বলিল, “সবুজ ত্রিভুজ সম্প্রদায়ের প্রচারকাৰ্য্য আরম্ভ হইয়াছে দেখিতেছি !” তৎক্ষণাৎ রুদ্ধ স্বারে করাঘাত হইল ; ডি ডি দ্বার খুলিতেই তাহার কেরানী-কনষ্টেবলকে দ্বারপ্রাস্তে দেখিতে পাইলেন । কেরানী জোন্স বলিল, “মেজর নীচে আপনার প্রতীক্ষণ করিতেছেন। আপনি এখানে আছেন মনে করিয়া আপনাকে সংবাদ দিতে আসিলাম।” জোন্স সাপটকে দেখিয়া বিস্ময় প্রকাশ করিল, কিন্তু কোন কথা জিজ্ঞাসা করিতে তাহার সাহস হইল না । কেরানী জোন্সের কথা শুনিয়া সহকারী কমিশনর পিয়ারসন ইনস্পেক্টর ওয়াকারকে সঙ্গে লইয়া চীফ কমিশনার মেজর ওয়াটারসনের সহিত দেখা করিতে চলিলেন । can easbroa ochtas, (with the shoulders of an ox) বিশালদেহ পুরুষ ; সুগোল মুখখানিও লুইরূপ বৃহৎ । তিনি তখন একটি শুদীর্ঘ কালো চুরুটের ধূমপান করিতেছিলেন ; পিয়ারসন ও ইনস্পেক্টর ওয়াকার ব্যগ্রভাবে তাহার সম্মুখে উপস্থিত হইলেন। মেজর দুই এক মিনিট নিস্তব্ধ ভাবে ধূমপান করিয়া তাহার সহকারীকে বলিলেন, “শেষ সংবাদ শুনিয়াছ পিয়ারসন ? বোধ হয় তাহা শুনিতে পাও নাই । কিরূপেই-বা শুনিবে ? সংবাদটি এখনও প্রচারিত হয় নাই –আজি বেলা দশটার সময় সার আর্ণল্ড ফেয়ারফক্স বিচারালয়ে যাইতেছিলেন ; পথিমধ্যে হঠাৎ তাহার মৃত্যু হইয়াছে !” এই সংবাদ শুনিয়া ডি ডি বিস্ময়ভরে অস্ফুট শব্দ উচ্চারণ করিলেন । সার আর্ণল্ড ফেয়ারফক্স সরকারের কৌন্সিলী ছিলেন ; তাহার ন্যায় অভিজ্ঞ ও স্বনিপুণ ব্যবহারাজীব ওদেশে দ্বিতীয় কেহ ছিলেন কি না