পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86 পীতাতঙ্কের প্রতিকার দেশের ডাক্তার ও রসায়ন-বিস্তাবিদগণকে পর্য্যস্ত ধাধায় পড়িতে হইয়াছে। র্তাহারা কিছুই সিদ্ধাস্ত করিতে পারিতেছেন না। এখনও সকল লোক তাহাদের বিপদের গুরুত্ব উপলব্ধি করিতে পারে নাই ; কাহারও জীবন আর যে নিরাপদ নহে, ইহা তাহারা এখন পর্য্যস্ত বুঝিতে পারে নাই । আমাদের দেশের প্রধান প্রধান ব্যক্তির জীবন কি ভাবে নষ্ট হইতেছে—তাহ শুনিয়া তাহারা আতঙ্কাভিভূত YS বিক্ষিত হইবে মাত্র ; কিন্তু এইরূপ গুপ্তহত্যার ফল কিরূপ বিষময় তাহা আমরাই বুঝিতে পারিতেছি । সাধারণের মৌখিক সহানুভূতিতে নির্ভর না করিয়া এই অপরাধের স্রোত আমাদিগকেই দৃঢ়স্তস্তে অবরুদ্ধ করিতে হইবে। যদি আরও পাঁচ সাত জন লোককে, দেশের যাহার গৌরব, সমাজের যাহারা অলঙ্কার, যাহাদের পাণ্ডিত্যে, প্রতিভায়, স্বদেশ-প্রেমে আজ সমগ্র সভ্য জগৎ মুগ্ধ, তাহাদিগকে যদি বিপ্লবীদের পৈশাচিক ষড়যন্ত্রে এই ভাবে নিহত হইতে হয়, তাহ। হইলে তাহার ফল কিরূপ শোচনীয় হইবে—তাহ পরমেশ্বরই জানেন ; কিন্তু তৎপূৰ্ব্বেহ ইহার প্রতিকার করিতে চাই। রাজশক্তির প্রতি মুষ্টিমেয় বিভীষিকাবাদী বিদেশী প্রজার এই অবজ্ঞা, এইরূপ স্পৰ্দ্ধা অসহ ।” চীফ কমিশনরের কণ্ঠস্বরে আগ্রহ ও উৎসাহ পরিস্ফুট ; কাপুরুষ গুপ্ত ঘাতকগণের নিষ্ঠুরতায় তিনি অত্যস্ত উত্তেজিত হইয়াছিলেন। মিঃ পিয়ারসন তাহার কথা শুনিয়া কোন কথা বলিতে পারিলেন না ; র্তাহার যেন কণ্ঠরোধ হইয়াছিল। ইনস্পেক্টর ওয়াকার টেবিলের ধারে বসিয়া পদদ্বয় আন্দোলিত করিতে লাগিল । সে স্বয়ং ভুক্তভোগী ; মেজর ওয়াটারসনের উক্তি যে সম্পূর্ণ যুক্তিপূর্ণ, এ বিষয়ে তাহার বিন্দুমাত্র সন্দেহ ছিল না । - U.