পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@b" পীতাতঙ্কের প্রতিকার আমার মন সঙ্কীর্ণ, আমি তোমার মত উদারচেত। সাম্যবাদী নঙ্গি কিন্তু আমি সৰ্ব্বদাই শুনিতে পাই বিপ্লববাদীরা পুলিশ-কৰ্ম্মচারীদের আক্রমণ করিবার জন্য জনসাধারণকে উত্তেজিত করে । বিপ্লববাদ দমনের জন্য যাহারা তোমাদের সম্মুখীন হয় তোমরা তাহাদের জীবন বিপন্ন করিবার চেষ্ঠা কর । কিন্তু এখন তোমার অবস্থা ঠিক বিপরীত, এখন আমিই তোমাকে আক্রমণ করিব।—আমি তোমাকে যে সকল কথা জিজ্ঞাসা করিব—তাহার উত্তর দিবে কি না বল ।”—ওয়াকার কেটের আস্তিন গুটাইয় তাহার হাতের স্কুল ও স্বদূঢ় মাংসপেশী অনাবৃত কারল পল নিস্তব্ধ ভাবে দাড়াইয়া রহিল । ওয়াকার গর্জন করিয়া বলিল, “কথা কহিবে কি না বল, আমি শীঘ্ৰ জবাব চাই ।” পল বলিল, “ভারি যে ঝাঝ । আস্তিন গুটাইয়া ঘুসি বাগাইভেছ, আমাকে মারিবে না কি ? দেখ ওয়াকার; এই কক্ষে তিন জন মাহুষ আছে ; তুমি কোন অন্যায় কায করিলে তাহার। তাহার সাক্ষী হইবে । যদি তুমি কোন অবৈধ কায কর—তাহা হইলে আমি তোমার বিরুদ্ধে আইনের সাহায্য লইব ।” ওয়াকার গম্ভীর স্বরে বলিল, “তুমি যে তিনজন সাক্ষীর কথা বলিতেছ, তাহারা সকলেই আইনের প্রতিনিধি। তুমি আইন ভঙ্গ করিম, কোন যুক্তিতে র্তাহাদের সহায়তা লাভের আশা করিতে পার ? তোমার k i মত যাহারা বে-পরোয় নরহত্যা করে—তাহারা কাহারও দয়ার পাত্র নহে। পদস্থ রাজকৰ্ম্মচারীর প্রাণবধ করিয়া তাহার মুখ শাস্তিপূর্ণ পরিবারে অশাস্তির আগুন জালিবে, তাহার সংসার শ্মশান করিবে, তাহার স্ত্রীন পুত্র প্রভূতির জীবন অন্ধকারচ্ছন্ন করিয়া, তাহাদিগকে নিরাশ্রয় ভা’ে