পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার C: ডি ডি বলিলেন, “সুতরাং পলায়নের ইচ্ছা থাকিলেও তাহাকে সেই ইচ্ছা দমন করিতে হয় ।” ওয়াকার বলিল, “উহাদের দলের অনেক গুপ্তকথা উহার জানা আছে ; এই জঙ্গ আমার বিশ্বাস, উহার দলের লোকেরা উহাকে আমার কবল হইতে মুক্ত করিবার চেষ্টা করিবে, এবং পলায়নের জন্য উহাকে যথাসাধ্য সাহায্য করিবে ; তাহারা তাহাতে কৃতকার্য্য হইতে না পারিলে উহার মুখ বন্ধ করিবার জন্য উহাকে গুলী করিয়া মারিতেও কুষ্ঠিত হইবে না।” ** ওয়াকার পলকে লক্ষ্য করিয়া বলিল, “তোমাকে এখন কথা বলিতে হইবে। আমি জানি তুমি স্বেচ্ছায় মুখ খুলিবে না , কিন্তু আমি তোমাকে কথা কহিতে বাধ্য করিব।” পল মাথা মাড়িয়া গম্ভীর স্বরে বলিল, “তুমি আমার উপর অন্যায় জুলুম জবরদস্তি করিতে পরিবে না ওয়াকার । এ অন্য দেশ নয় ; এই ইংল্যাণ্ডে তুমি কোন বে-আইনি কায করিয়া সামলাইতে পরিবে না । ওয়াকার বলিল, “সত্য ?” পল বলিল, “সত্য নয় ত কি মিথ্যা ?” ওয়াকার বলিল, “তুমি বিপ্লববাদী ; হুঁ, দেশের শান্তি শৃঙ্খলার .মহাশক্র, অরাজকতার পক্ষপাতী – কেমন এ কথা কি সত্য নয় ?” পল বলিল, “হা, আমি বিপ্লবপন্থী, কিন্তু তাঙ্গাতে কি যায় আসে ? দেশের আইন ত সকল ব্যক্তির পক্ষেই সমান ।” ওয়াকার বলিল, “কিন্তু তুমি স্বয়ং স্বীকার করিতেছ—তুমি বিপ্লব;াদী। তুমি প্রচলিত আইনের বিরুদ্ধাচরণ করিয়া এদেশে বিপ্লববাদের প্রচার করিতেছ। সরকারের কৰ্ম্মচারীদের আদেশ অমান্য করিতেছ।