পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার やハ○ চাহিল না । তাহারা জানিত তাহার জীবন অপরের অনুগ্রহের উপর নির্ভর করিতেছিল ; স্বতরাং তখন তাহার খাতির করিবার তেমন কোন প্রয়োজন ছিল না । ডাক্তার লু আর একটি কক্ষে প্রবেশ করিয়া সেই কক্ষের দ্বার রুদ্ধ করিল। একটি দেওয়াল একখণ্ড পীতবর্ণ-পদায় আচ্ছাদিত ছিল ; সেই পর্দায় কনফুসির একখানি চিত্র অঙ্কিত ছিল । সেই আচ্ছাদনবস্ত্রখানি সে এক পাশ্বে অপসারিত করিলে দেওয়ালে একটি গুপ্ত দ্বার লক্ষিত হইল। সে সেই দ্বারটি উদঘাটিত করিল। লু সেই দ্বার অতিক্রম করিলে আচ্ছাদন-বস্ত্রখানি পূৰ্ব্বস্থানে সরিয়া গিয়া দ্বারটি পূৰ্ব্ববৎ আবৃত হইল । সে যে পথে প্রবেশ করিল—তাহা অন্ধকারপূর্ণ, সমাধি-ক্ষেত্রের ন্তায় নিস্তব্ধ ; কিন্তু সেই অন্ধকারে চলিতে তাহার কোন অসুবিধা হইল না ; বিড়ালের মত অন্ধকারেও তাহার দৃষ্টি অব্যাহত থাকিত । সেই পথের এক প্রান্তে মাৰ্ব্বেলের একটি বেদী ছিল ; বেদীটি একটি দেওয়ালের সহিত সংলগ্ন থাকায় তাহা উচ্চ মঞ্চের মত দেখাইতেছিল। ডাক্তার লু সেই বেদীর মধ্যস্থলে ধাক্কা দিতেই দেওয়ালের ভিতর একটি ফুকর লক্ষিত হইল। তাহার একটি ভূত্য তাহাকে ধরিয়া সেই ফুকরের ভিতর টানিয়া লইয়া গেল ; সঙ্গে সঙ্গে ফুকরটি বন্ধ হইল । চাকরটা বলিল, “মাননীয় ডাক্তার মহাশয়, আপনি যে আজ সকলেই ফিরিলেন ?” * ডাক্তার লু বলিল, “মাননীয় হো-মিংএর আড্ডায় আজ একদল ককেশিয় পুলিশ ঢুকিয়া থানাতল্লাস আরম্ভ করিয়াছিল ; এইজন্য আমাকে অত্যন্ত অসুবিধায় পড়িতে হইয়াছিল । আমার কয়েক জন সহযোগীকে তাহারা গ্রেপ্তার করিয়াছে। এতদ্ভিন্ন, যে ককেশিয়ান