পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 切ra না। তাহার অন্য প্রাস্ত দেওয়ালের হুকে দৃঢ়ৰূপে আবদ্ধ ছিল । ওয়া কার যথাসাধ্য চেষ্টায় তাহ দেওয়াল হইতে বিচ্ছিন্ন করিতে পারিল না । 轉 ইনস্পেক্টর ওয়াকার নিস্কৃতি লাভের কোন উপায় না দেখিয়া পুনৰ্ব্বার শয়ন করিল। শীঘ্রই তাহার নিদ্রাকর্ষণ হইল। কয়েক ঘণ্টা নিদ্রার পর একটি ইদুর তাহার পিঠের উপর বিচরণ করিতে করিতে তাহার শালে উঠিলে হঠাৎ তাহার নিদ্ৰাভঙ্গ হইল । সে উঠিয়া পুনৰ্ব্বার তাহার ফ্লাস্ক হইতে মদ্যপান করিল, এবং দেহের সকল শক্তি প্রয়োগ করিয়া শিকলটি দেওয়াল হইতে বিচ্ছিন্ন করিবার চেষ্টা করিল ; কিন্তু এবারও তাহার চেষ্টা সফল হইল না । সেই সময় গুদাম-ঘরের বাহিরে সে কাহারও পদশব্দ শুনিতে পাইল ; মুহূৰ্ত্তপরে সেই কক্ষের লৌহদ্বার উদঘাটিত হইল, এবং তিনজন চীনম্যান সেই কক্ষে প্রবেশ করিলু - যে ব্যক্তি সৰ্ব্বপ্রথমে আসিয়াছিল তাহার হাতে তৈলের একটি” প্রদীপ ছিল ; তাহারা চীনের দুইজন ক্যান্টন নগরবাসী । তাহারা অপেক্ষাকৃত খৰ্ব্বকায়, দেহও ক্ষীণ ; কিন্তু তৃতীয় ব্যক্তি প্রকাণ্ড জোয়ান। তাহার দেহ ওয়াকারের দেহ অপেক্ষা দীর্ঘ। তাহার পরিধানে ঢিলা পায়জামা ; দেহের উর্দ্ধভাগ সম্পূর্ণ অনাবৃত। তাহার বাহুর পরিপুষ্ট পেশীগুলি তাহার অসাধারণ দৈহিক বলের পরিচায়ক । ওয়াকার তাহাদিগকে সেই কক্ষে প্রবেশ করিতে দেখিয়া অত্যন্ত অসচ্ছন্দতা অনুভব করিতে লাগিল। তাহার:মনে ভয়ের সঞ্চার হইল । সে জীবনে অনেকবার বিপন্ন হইয়াছিল ; কিন্তু এরূপ সঙ্কটে তাহাকে আর কখন পড়িতে হয় নাই । সে বিস্ফারিত নেত্রে সেই জোয়ানটার সুখের দিকে চাহিয়া রহিল ।