পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ولما عty মাত্র । তাহার মাথা পাতলা হইলে সে দেওয়ালে ভর দিয়া উঠিয়া বসিল । মস্তকের আঘাতের জন্ত সে তখনও অত্যন্ত দুৰ্ব্বলতা বোধ করিতে লাগিল। সে দুই হাতে কপাল টিপিতে টিপিতে ভাবিতে লাগিল । হঠাৎ তাহার মনে হইল, তাহার পকেটে যে সকল জিনিস ছিল, তাহা আছে কি না পরীক্ষা করা উচিত। তাহার পকেটে একটি পিস্তল ও একখানি ছোরা ছিল ; পকেট হাতড়াইয়া সে তাহা খুজিয়া পাইল না। কিন্তু তাহার পকেটে যে রুমাল, ম্যাচবাক্স ও ব্র্যাণ্ডির ক্লাস্ক ছিল, তাহা অপসারিত না হওয়ায় সে ফ্লাস্কটি বাহির করিল এবং তাহার ঢাকনি খুলিয়। অনেকখানি ব্র্যাণ্ডি গলায় ঢালিল । ইহাতে তাহার দেহ কিঞ্চিৎ সবল হইলে, সে কিরূপে এই সঙ্কট হইতে উদ্ধার লাভ করিবে তাহাই চিন্তা করিতে লাগিল । তাহার বিশ্বাস হইল, ডিভটকে তখন পেণ্টনভিলের কারা৯:ারে আবদ্ধ করা হইয়াছিল। সবুজ ত্রিভুজের দলের কোন লোকের তাহার নিকট ঘেসিবার সম্ভাবনা ছিল না । তখন তাহাকে সশস্ত্র প্রহরী-পরিবেষ্টিত হইয়া কারাকক্ষে বাস করিতে হইতেছিল । o এই কথা চিন্তা করিয়া তাহার মন প্রফুল্ল হইল। সে পকেট হইতে ম্যাচবাক্স বাহির করিয়া একটা কাঠী জালিল, এবং তাহার আলোকে চতুদিকে দৃষ্টিপাত করিল। সে যে কক্ষে আবদ্ধ হইয়াছিল, তাহ। একটি গুদাম-ঘর ; তাহাতে একটি মাত্র দ্বার ছিল, তাহ লৌহনিৰ্ম্মিত । , ওয়াকার মনে মনে বলিল, “এই গুদাম-ঘর হইতে নিস্কৃতি লাভ করা কঠিন, ঐ দ্বার খুলিতে হইলে ডিনামাইট ব্যবহার করিতে হইবে।” অতঃপর সে তাহার বন্ধন-শৃঙ্খল পরীক্ষা করিল। শূন্থলটি সুদীর্ঘ ;' কিন্তু মরিচা-ধরা হইলেও এরূপ হুদৃঢ় যে, টানিয়া ছিড়িবার উপায় ছিল