পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ! 8:ని মোগল সম্রাটের বগুত স্বীকার করেন । র্তাহার আত্মীয়বর্গ ও প্রজাগণ ইহাতে অসন্তুষ্ট হইয়া বিদ্রোহী হয়। লক্ষ্মীনারায়ণের সাহায্যাৰ্থ মানসিংহ হেজাজ খাকে প্রেরণ করেন। মোগল সেনা কোচবিহার জয় ও বিদ্রোহ দমন করিয়৷ লক্ষ্মীনারায়ণকে স্বপদে প্রতিষ্ঠিত করিয়া আসে। সবিতা রায় বোধ হয় এই যুদ্ধে উপস্থিত হইলেন। - খরগপুর—বিহার erosco I gotá atto Imperial Gazetteers খরগপুর সম্বন্ধে নিম্নোক্ত বিবরণ দিয়াছেন। খরগপুর—জেলা মুঙ্গের—পরগণা---আয়তন ১৯০ বর্গ মাইল । ১৫৭৪—৭৫ অব্দে বাঙ্গালার শেষ পাঠান রাজ দায়ুদ খfর সহিত দিল্লীশ্বরের যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় দায়ুদ গ। বাঙ্গালা ত্যাগ করিয়া উড়িষ্যা আশ্রয় করেন । বঙ্গবিজয়ের পর মোগলসেনামধ্যে রাজবিদ্রোহ ঘটে । সেই সময় হাজিপুর ও খরগপুরের হিন্দু জমীদারের বেহারের মধ্যে সবিশেষ পরাক্রান্ত ছিলেন । খরগপুরের রাজা সংগ্রাম সহায় প্রথমে আকবরের বগুত৷ স্বীকার করিয়া পরে বিদ্রোহীদের সহিত যোগ দেন। বাদশাহের সেনাপতি শাহবাজ খাঁ তাহাকে পরাস্ত করেন । [এই শাহবাজ খt রাজা টোড়রমলের সহিত বাঙ্গালার বিদ্রোহদমনে নিযুক্ত হইয়াছিলেন এবং রাজা টোড়রমলের পর ও মানসিংহের পূৰ্ব্বে কিছু দিন বাঙ্গালার শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন । আকবরের মৃত্যুর পর সংগ্রাম আবার বিদ্রোহী হয়েন । বেহারের শাসনকৰ্ত্ত জাহাগীর কুলি খার হস্তে ১৬০৬ সালে তিনি পরাস্ত ও নিহত হন । [ নুরজেহানের প্রথম স্বামী সের আফগানের হস্তে বাঙ্গালার শাসনকৰ্ত্ত কুতবউদ্দীনের মৃত্যু ঘটিলে ইনি বাঙ্গালার শাসনকর্তৃত্বে নিযুক্ত হইয়াছিলেন । কুতবউদ্দীন রাজা মানসিংহের পরবত্তী শাসনকৰ্ত্তা 1। সংগ্রামের পুত্র মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিয়া দিল্লীশ্বরের অমুগত হইয়াছিলেন। ১৮৩৯ সালে খরগপুর জমাদারী সদর খাজানার দায়ে বিক্রীত হইয়া সংগ্রামের বংশধরগণের হস্তচু্যত হয়। নিজ খরগপুর দারভাঙ্গার মহারাজ খরিদ করিয়াছেন ; অন্তান্ত সম্পত্তি পূর্ণিয়ার রাজা বিদ্যানন্দ সিংহ ক্রয় করেন। বুকমান সাহেব তৎপ্রকাশিত আইন-ই-আকবরির প্রথম খণ্ডে রাজা মানসিংহের বিবরণ মধ্যে লিথিয়াছেন মানসিংহ প্রথমবার বাঙ্গলার শাসনকর্তৃত্বে