পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(č o পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিক। নিযুক্ত হওয়ার পরেই বেহারে অবস্থিতিকালে পূরণ মল্ল ও রাজা সংগ্রামকে দমন করিয়া তাহাদের কর গ্রহণ করেন। সবিতা রায় সম্ভবতঃ এই সময়ে মানসিংহের সহিত উপস্থিত ছিলেন । রাজা সংগ্রাম সিংহ সহায়ের বিবরণ বুকমান অন্তক্রও দিয়াছেন । খুজি আল্লাউদ্দীনের পুত্র শামসুদ্দীন সম্রাটের আজ্ঞায় বিহার ও বাঙ্গালায় প্রেরিত হইয়াছিলেন । মোগল সৈনিকগণের মধ্যে বিদ্রোহ উপস্থিত হইলে বিদ্রোহের নায়ক মাশুমি কাবুলি ও আরাব বাহাদুরের হস্তে শামসুদ্দীন বন্দী হইয়াছিলেন । সেখান হইতে পলাইয়া তিনি খরগপুরের রাজ সংগ্রামের আশ্রয় লয়েন । পরবর্তীকালে শাহবাজ খার সহিত সংগ্রামের যুদ্ধ হয়। জাহাগীরের রাজত্ব গ্রহণের বৎসর তিনি পুনশ্চ বিদ্রোহী হইলে বিহারের শাসনকৰ্ত্তা জাহাগীর কুলি খ। তাহাকে পরাস্ত ও নিহত করেন। তাহার পুত্র মুসলমান হইয়া রাজা রোজ আফজুন নাম গ্রহণ করেন । জাহাগীর ও শাহজাহান উভয়েই তাহাকে সম্মানিত করিয়াছিলেন। তৎপুত্র রাজা বিহরুজ ঔরংজেবের ztąrg-Fftā ostfāzītē FTHF 1 (Blochman, Alin-i-Akbari, I. p. 446.) - (9) কায়স্থ রাজা, সয়িদ, হডিডপ “কায়স্থাবনিপালশূরসয়িদান যুদ্ধে তথা হডিপান্‌ ৷” পুঃ কীঃ পঃ ১১০ এই কায়স্থ রাজা কে তাহা জানিবার উপায় নাই। ফতেসিংহ উত্তররাঢ়ী কায়স্থ সমাজের কেন্দ্রস্থল। কোন উত্তররাঢ়ী কায়স্থ রাজাকে বুঝাইতেছি কি ? যশোরের রাজা প্রতাপাদিত্য “বঙ্গজ কায়স্থ” ছিলেন। সবিতা রায় তাহার সহিত যুদ্ধে উপস্থিত ছিলেন কি ? ”সয়িদ” অনুবাদে সৈয়দ করা গিয়াছে। পাঠান প্রভুত্ব সময়ে এই প্রদেশের বহু লোক মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করে । ফতেসিংহ ও মহলন্দী পরগণায় অনেক গ্রাম মুসলমান প্রধান । অনেক গ্রামে হিন্দুর বসতি নাই বলিলেই হয় ।