পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છેર পুরু-বিক্রম নাটক । যাতে তক্ষশীলের বাসন পূর্ণ হয়, তজ্জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। পুরুরাজ কখনই ঐগবিলাকে লাভ কত্তে পারবে না। অস্বালিকা। এই যে,—বাণী ঐ বিল এখানে আসছেন । ঐলবিলার প্রবেশ । সেকন্দর। (ঐলবিলার প্রতি ) রাজকুমারি | দৈব আপনার প্রতি সুপ্রসন্ন হয়েছেন, পুকরাজ বেঁচে উঠেছেন । ঐলবিলা । ( আল্লাদিত হইয়া ) কি বলেন, পুকবাজ বেঁচে উঠেছেন? সত্য বলচেন,—ন আমাকে বঞ্চন কচ্চেন ? বলুন, আর একবার বলুন। (স্বগত) আমি কি স্বপ্ন দেখছি ? সেকন্দর। রাজকুমাবি! আমি সত্য বলুচি, তিনি জীবিত আছেন । ঐলবিলা । যদিও আপনি আমার শত্ৰু, তথাপি আপনি যে শুভ সংবাদ দিলেন, এতে আপনাকে আমি মনের সহিত আশীৰ্ব্বাদ কয়েম। (স্বগত) কিন্তু এখনও কিছু বলা যায় না, আবাব হয় তো শুনতে হবে তিনি রণস্থলে প্রাণ ত্যাগ করেছেন। যদি বেঁচে থাকেন, তা হলে নিশ্চল আমার উদ্ধাব কববার জন্য তিনি এখানে আসবেন , কিন্তু তিনি একাকী এই অসংখ্য সৈন্তগণের মধ্য থেকে কি কবে আমাকে নিয়ে যাবেন ? যাই হোক তিনি যখন জীবিত আছেন, তখন স্বাধীনতা-স্বৰ্য্য কখনই একেবারে অস্তগামী হবে না। আহা! তার সেই তেজোময় মূৰ্ত্তি আবার কবে আমি দেখতে পাব ? এখন