পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাজারে নকল হইয়াছে।

 পণ্ডিত শ্ৰীযুক্ত সুরেন্দ্রমোহন ভট্টাচাৰ্য্য মহাশয়ের লিখিত “পুরোহিত-দৰ্পণ” বঙ্গের গৃহে গৃহে পঠিত হইতেছে। হিন্দুধর্ম্ম, হিন্দুর ক্রিয়াকলাপ রক্ষাকল্পে এই গ্রন্থ একমাত্র সহায় হইয়াছে। এত প্রতিপত্তি, এত বিক্রয়, এত আদর-গৌরব দেখিয়া নকলকারিগণের রসনা-রস ঝরিতে লাগিল। তাহারা নানা নামে নানা ঢঙ্গে ইহার জঘন্য নকল আরম্ভ করিল। আমরাও নিশ্চিন্ত না থাকিয়া ইহার প্রতিকারকল্পে মহামান্য হাইকোর্টের আদিম বিভাগে অভিযোগ উপস্থিত করিয়া নকলকারিগণের বিরূদ্ধে যে ডিক্রী পাইয়াছি, নিম্নে তাহার বঙ্গানুবাদ প্রদান করিলাম। শ্রীভগবান্ ধর্ম্মের রক্ষক—তাঁহারই কৃপায় জঘন্য নকলের হস্ত হইতে হিন্দুগণ পরিত্রাণ পাইলেন।

হাইকোর্ট হইতে পুরোহিত-দর্পণের চূড়ান্ত নিষ্পত্তি।

হাইকোর্ট আদিম বিভাগ।

ডিক্রীর অনুবাদ।

 অত্র আদালতের অন্যতম জজ মাননীয় ই, ই, ফ্লেচার সাহেবের এজলাসে বাদীর কৌঁসুলী এবং প্রতিবাদীদিগের কৌঁসুলীর সাক্ষাতে এবং প্রতিবাদীদ্বয় বাদীকে ৫৫৹৲ টাকা দেওয়ায় উভয় পক্ষের সম্মতিক্রমে এই মোকদ্দমা উঠাইয়া লওয়া হইল এবং এই সাব্যস্ত হইল যে, বাদী “পুরোহিত-দৰ্পণ” নামক পুস্তকের এবং তাহার যে, প্রতিবাদীদ্বয়ের বিরূদ্ধে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা perpetual Injunction দেওয়া হইল যে, তাহারা বাদীর উক্ত “পুরোহিত-দর্পণ" নামক পুস্তককে ভিত্তিস্বরূপ করিয়া আর্জ্জীতে উল্লিখিত যে পুস্তক প্রকাশ করিয়াছিল, তাহা অদ্যকার তারিখ হইতে কেহ আর প্রকাশ বা বিক্রয় করিতে পরিবে না কেবল উক্ত আর্জ্জীতে উল্লিখিত ২০০০ কাপীর মধ্যে যতগুলি অবশিষ্ট আছে সেই গুলিই বিক্রয় করিতে পরিবে

প্রকাশক।