চতুর্দশ সংস্করণের বিজ্ঞাপন।
মহামহোপাধ্যায় পণ্ডিতগণের সাহায্যে আদ্যোপান্ত সংশোধন পূর্ব্বক এই সংস্করণে পুরোহিত-দর্পণের যথাসম্ভব বিশুদ্ধতা সম্পাদিত হইল। বিশুদ্ধভাবে মন্ত্রপাঠের উপরেই ক্রিয়া-কর্ম্মের ফলাফল নির্ভর করে। বর্ত্তমান যুগে বৈদিক মন্ত্রগুলি প্রায়ই “সাত নকলে আসল খাস্ত"র ন্যায় হইয়া পড়িয়াছে। আমরা বহু পরিশ্রমে অতি প্রাচীন হুস্তলিখিত পুথি আদর্শে বৈদিক মন্ত্রগুলির ভাষ্যাদি পর্য্যালোচনা করিয়া বিশেষ সতর্কতার সহিত পুস্তকের বিশুদ্ধতা সম্পাদন করিয়াছি।
একাল পর্য্যন্ত ক্রিয়া-কর্ম্মের যে সকল পুস্তক বাহির হইয়াছে, আমাদের এই পুরোহিত-দর্পণ যে সে সমুদয়ের মধ্যে সকল প্রকারেই শীর্ষ স্থান অধিকার করিয়াছে; ইহা আমরা স্পৰ্দ্ধা করিয়া বলিতে পারি। এবারে পুস্তকের উন্নতি সাধনে বহু পরিশ্রম ও যথেষ্ট অর্থব্যয় হইলেও ইহার মূল্য বৃদ্ধি করা হইল না। কারণ ক্রিয়া-কর্ম্মগুলি যথাযথ অনুষ্ঠিত হওয়াই আমাদিগের প্রধান উদ্দেশ্য।
পুস্তকখানি এতদিনে যে সর্ব্বাঙ্গসুন্দর হইল, ইহা সকলেই মুক্তকণ্ঠে স্বীকার করিবেন। এক্ষণে অন্যান্য বিষয়ে শ্রেষ্ঠত্বলাভের ন্যায় সুধীজন সমীপে বিশুদ্ধতা জন্য ইহা সমাদৃত হইলে সফলকাম জ্ঞান করিব এবং শ্রম ও অর্থব্যয় সার্থক বিবেচিত হইবে।
রথযাত্রা, |
প্রকাশক |
ঊনবিংশ সংস্করণের বিজ্ঞাপন।
ভগবান করুণাময়ের ইচ্ছায় পুরোহিত-দর্পণের দর্পণ-আখ্যা আজ সম্পূর্ণ সার্থক হইল। যদিও বাজারের যাবতীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতির শীর্ষ স্থান পুরোহিত-দৰ্পণ লাভ করিয়াছে তথাপি ইহার পূর্ব্ব পূর্ব্ব সংস্করণে যে কিছু ভ্রম প্রমাদাদি ছিল এবারে বিজ্ঞ পণ্ডিতগণের বিচারে তৎসমুদায় সিদ্ধান্ত করিয়া বহুল অর্থব্যয়ে ও প্রভূত পরিশ্রমে গ্রন্থ খানি প্রকাশিত হইল। ইহার দ্বারায় পাঠক বর্গ যদি কিছু উপকার বোধ করেন তবেই অর্থব্যয় ও পরিশ্রম সফল জ্ঞান করিব।