পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२अ १e । পঞ্চমী । ২৩৭ ইয়ক চতুতি গ্রাহ যুগ্মাৎ —উভয়দিনে পূৰ্ব্বাছে মুহূৰ্ত্তামূনপঞ্চমীলাভে পূৰ্ব্বদিনে পূজা যুগ্মাৎ । - 1. আষাঢ়ী পূর্ণিমার পর যে পঞ্চমী, তাহাকে নাগপঞ্চমী কহে। শাস্ত্রকারেরা গৌণশ্রাবণের কৃষ্ণ পঞ্চমীকে নাগপঞ্চমী বলিয়া নির্দেশ করিয়াছেন। ঐ পঞ্চমী উভয়দিনে পূৰ্ব্বাহ্নে পূজার যোগ্য প্রশস্তকাল প্রাপ্ত হউক বা না হউক, পূৰ্ব্বদিনের চতুর্থাযুক্তা যে পঞ্চমী, তাহাতেই পূজাদি করিতে হইবে। সুপ্তে জনাৰ্দ্দনে কৃষ্ণে পঞ্চম্যাং ভবনাঙ্গনে । পুঞ্জয়েন্মনসাদেবীং মহাবিটপসংস্থিতাম্। দেবীপুরাণে । জনাৰ্দ্দন শয়ন করিলে তাহার পর কৃষ্ণ পক্ষের যে পঞ্চমী, সেই নাগপঞ্চমী । ঐ পঞ্চমীতে গৃহাঙ্গনে (উঠানে ) সীজৰ্বক্ষ স্থাপন করিয়া, তাহাতে মনসাদেবীর পূজা করিতে হয় । ইহাতে অষ্টনাগেরও পুজা কৰ্ত্তব্য। ভাদ্রমাসের কৃষ্ণ পঞ্চমী পৰ্যন্ত পূজা করা উচিত, ইহাতে সৰ্পভয় থাকে না। মনসাপূজা-বিধি । গৃহাঙ্গনে বেদিকোপরি সীজৰ্বক্ষ স্থাপন করিয়া, নিত্যক্রিয়া সমাপনান্তে স্বস্তিবাচনপূর্বক “স্বৰ্য্যঃ সোমঃ” মন্ত্র পাঠ করিয়া সঙ্কল্প করিবে। যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি কৃষ্ণে পক্ষে পঞ্চয়্যান্তিখে। অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা সৰ্পভয়াভাবকামো গণপতাদিনীনাদেবতাপূজাপূর্বকমনসাদেবীপুজামহং করিষ্যে। “সঙ্কল্পিতার্থস্ত সিদ্ধিরস্তু” এবং “দেবো বো” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়; সামান্তর্ঘ্য ও আসনগুদ্ধ্যাদি করিয়া গণেশাদি দেবতাদিগকে পূজাপূর্বক অঙ্গন্যাস করন্যাস করতঃ মনসাদেবীর ধ্যান করিবে । যথা— ওঁ দেবীমম্বামহীনাং শশধরবদনাং চারুকান্তিং বদান্তাং হংসারূঢ়ামুদারামরুণিতবসনাং সৰ্ব্বদাং সৰ্ব্বদৈব । স্মেরাস্তাং মণ্ডিতাঙ্গীং কনকমণিগণৈনাগরতুৈরনেকৈর্বমোহহং সাষ্টনাগামুরুকুচযুগলাং ভোগিনীং কামরূপাম্ ॥ নিজ মস্তকে ধ্যানের পুষ্প প্রদানপূর্বক মানসোপ্লচারে পূজা করিয়া অধ্য স্থাপনানত্তর পীঠপূজা করিবে । পুণরায় ধ্যান করিয়া কৃতাঞ্জলি হইয়া আবাহন করিবে। । * r