পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
পুরোহিত-দর্পণ।
১ম খণ্ড।

সামবেদি-ঘটস্থাপন।

ভূমিতে হাত দিয়া পাঠ করিতে হইবে,—ওঁ ভূমিরন্তরীক্ষং দ্যৌর্দ্বা ভূতায়াঃ

ধান্যে হাত দিয়া পাঠ করিবে,—ওঁ ধানাবন্তং করম্ভিণমপপবন্তমুক্‌থিম্‌ইন্দ্র প্রাতর্জুষস্ব নঃ

ঘট ধরিয়া পাঠ করিবে,—ওঁ আবিশন্‌ কলশং সুতো বিশ্বা অর্ন্নভি শ্রিয়ইন্দুরিন্দ্রায় ধীয়তে

জলে হাত দিয়া পাঠ করিবে,—ওঁ আ নো মিত্রাবরুণা ঘৃতৈর্গব্যূতি মুক্ষতম্‌মধ্বা রজাংসি শুক্রতু

পল্লব ধরিয়া পাঠ করিবে,—ওঁ অয়মূর্জ্জাবতো বৃক্ষ উর্জ্জীবফলিনী ভবপর্ণং বনস্পতে নুত্ত্বা নুত্ত্বা চ সূয়তাং রয়িঃ

ফল ধরিয়া পাঠ করিবে,—ওঁ ইন্দ্রং নরো নেমধিতা হবন্তে যৎ পার্যা যুনজতে ধিয়স্তাঃশূরো নৃষাতা শ্রবসশ্চ কাম আ গোমতি ব্রজে ভজা ত্বং নঃ

পুস্প ধরিয়া পাঠ কর‍্যবে,—ওঁ পবমান ব্যশ্নুহি রশ্মিভির্বাজসাতমঃ দধৎ স্তোত্রে সুবীর্য্যম্‌

সিন্দুর স্পর্শ করিয়া পাঠ করিবে,—ওঁ সিন্ধোরুচ্ছ্বাসে পতয়ন্তমুক্ষণং হিরণ্যপাবাঃ পশুমপ্সুগৃভ্নতে

স্থিরীকরণ (ঘটে হাত দিয়া পাঠ করিবে),—ওঁ ত্বাবতঃ পুরূবসো বয়মিন্দ্র প্রণেতঃস্মসি স্থাতর্হরীণাম্‌

হাত জোড় করিয়া পাঠ করিবে,—ওঁ সর্ব্বতীর্থোদ্ভবং বারি সর্বদেবসমন্বিতম্‌ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবগণৈঃ সহ

দেবী পূজায়,—তিষ্ঠ দেবীগণৈঃ সহ

অতঃপর ঘটের উপর গায়ত্রী পাঠ করিবে