পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । বিবাহ। . 8&ግ “প্রজাপতিঋষিৰ্ম্মধুপৰ্কে দেবতা অৰ্হণীয়মধুপর্কগ্রহণে বিনিয়োগঃ। & যশস্যে যশোহসি” মন্ত্ৰ পড়িয়া জামাতা গৃহীত মধুপৰ্কপাত্র ভূমিতে রাখিয়া— “প্রজাপতিঋষিৰ্ম্মধুপৰ্কে দেবতা অর্থীয়মধুপর্কগ্রাশনে বিনিয়োগঃ। ওঁ যমলো ভক্ষোহসি মহসে ভক্ষোহসি শ্রীর্ভক্ষে ইসি শ্রিয়ং ময়ি ধেহি" মন্ত্রে তিনবার মধুপর্ক আপ্রাণ করিবেন। অনন্তর জামাতা আচমম করিয়া, কন্যার দক্ষিণকরতল আপন দক্ষিণ হস্তে চিত করিয়া ধরিবেন। কোন পতি-পুত্রবতী নারী কিম্ব পুরোহিত ঐ হাতের উপর পাচফলবাধা গামছা রাখিয়া, উভয় বরকতার হাত কুশা ও পুষ্পমালা দ্বারা বাধিয়া ঘটের উপর রাথিবেন । * যিনি সম্প্রদান করিতেছেন, তিনি বামহস্ত দ্বারা কন্যার উত্তরীয় বস্ত্র ধরিয়া ত্রিপত্র দ্বারা, “ওঁ এতস্যৈ সবস্ত্রায়ৈ সালঙ্কারায়ে কন্যায়ৈ নমঃ" এই মন্ত্র উচ্চারণ করিয়া তিনবার জলের ছিটা দিয়া “এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে ওঁ প্রজাপতয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে এ তৎসম্প্রদানায় বরায় ব্রাহ্মণায় নমঃ" এই মন্ত্র পাঠ করিলেন । সম্প্রদাতা ত্রিপত্র, গন্ধপুষ্প, তিল, হরীতকী ও তুলসীযুক্ত কোশার জলে দক্ষিণ হস্ত রাখিয়া পাঠ করিবেন,— “বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসে অমুকরাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা ( সম্প্রদাতা আপন নাম করিয়া ) শ্ৰীবিষ্ণুপ্রীতিকামঃ” এই পৰ্য্যন্ত একবার মাত্র বলিয়া বরপক্ষে নিয়মক্রমে তিনবার নামাদি উল্লেখ করবেন,~~অমুকগোত্রস্ত অমুক প্রবরস্ক অমুকদেবশৰ্ম্মণঃ প্রপৌত্রায়, অমুকগোত্রস্ত অমুক প্রবরস্ত অমুকদেবশৰ্ম্মণ: পেীভ্রায়, অমুকগোত্রস্ত অমুক প্রবরস্ত অমুকদেবশৰ্মণঃ পুল্লায়, অমুকগোত্রায় অমুকপ্রবরায় শ্ৰীঅমুকদেবশৰ্ম্মণে বরায় । অচ্চিতায় ( শেষবারে বলিতে হয় ) । * * অতঃপর কস্তাপক্ষের নাম বলিবেন ;–অমুকগোত্রস্ত অমুকপ্রবরস্ত অমুকদেবশৰ্মণঃ প্রপৌত্ৰীং, অমুকগোত্রস্ত অমুকপ্রবরস্ত অমুকদেবশৰ্ম্মণঃ পৌল্লীং, অযুকগোত্রস্ত অমুকপ্রবরস্ত অমুকদেবশৰ্ম্মণঃ পুত্ৰীং, অমুকগোত্রাং অমুকপ্রবরাং ঐঙ্গমুকীদেবীং ( এই ক্রমে তিনবার পাঠ করবেন ) । এইরূপে উভয় পক্ষের নাম তনবার পড়া হুইলে,-“সবন্ত্ৰাং সালঙ্কারাং প্রজাপতিদেবতাকামচ্চিতামেমাং কস্তাং তুভ্যমহং সম্প্রদদে” । 弘